বিদআত শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির উৎসব হারাম?

Joined
Nov 17, 2023
Threads
386
Comments
477
Solutions
1
Reactions
10,144
আমাদের কিছু আবেগী মুসলিম ভাই শবেবরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করে আর উত্তর দেয় যে হালো রুটি তৈরি করা হারাম এটার প্রমাণ দেন? তাদের এই প্রশ্নের উত্তর হল:- এটি একটি অমুসলিমদের ধর্মীয় উৎসবের সাথে মিশে যায় " লেন্ট মাসের পূর্বে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মাংগা তেরস (Mardi Gras) বা শ্রুত সপ্তাহ (Shrove Tuesday) উদযাপন করে থাকে।

মাংগা তেরস (Mardi Gras) হচ্ছে লেন্টের পূর্ববর্তী দিন, যা শ্রুত সপ্তাহ বা শ্রুত মঙ্গলবার নামেও পরিচিত। এই দিনটি লেন্টের কঠোর উপবাস শুরুর আগে, মানুষ আনন্দ-উৎসব করে, বিশেষ করে মাংস এবং অন্যান্য ভোজনের উপকরণ খেয়ে। মাংগা তেরসের মূল উদ্দেশ্য হলো মানুষ তাদের শেষ খাওয়া-দাওয়া উপভোগ করতে পারে, যাতে তারা লেন্টের সময় উপবাস ও আত্মনিয়ন্ত্রণে সঙ্ঘবদ্ধ হতে প্রস্তুত হয়।

এটি মূলত ক্যাথলিক সম্প্রদায়ের ঐতিহ্য, বিশেষ করে ফ্রান্স, ব্রাজিল এবং অন্যান্য দেশে ব্যাপকভাবে পালন করা হয়, যেখানে প্যারেড, নাচ, গান এবং বিভিন্ন রঙিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠিক আমাদের আবেগি মুসলিম ভাইয়েরা রমজান মাসের পূর্বে শাবান মাসে হালুয়া রুটির উৎসব করে। বাহ্ রে!! দুই গ্রুপের কত মিল?।
আর ইসলাম আমাদেরকে অমুসলিমদের বিরোধিতা করতে বলেছে:-

গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ২৭/ পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس)
হাদিস নম্বরঃ ৪০৩১


بَابٌ فِي لُبْسِ الشُّهْرَةِ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ حسن صحيح​

ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।

সুতরাং আমরা সবাই রমজান মাসের পূর্বে শাবান মাসে হালুয়া রুটির উৎসব থেকে বিরত থাকবো আর খৃষ্টানদের ধর্মীয় উৎসববের অনুকরণ থেকে বিরত থাকবো।
 
খৃষ্টান ধর্মের অনুসারীরা উপবাস রাখার আগের মাসে উৎসব করে যেরকম আমাদের আবেগি মুসলিম ভাইয়েরা করে তার সম্পর্কে বিস্তারিত লিংক Mardi Gras - Wikipedia
 
Similar threads Most view View more
Back
Top