Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
জবাব: লাশের সামনে, পেছনে কিংবা ডানে-বামে চলা যাবে, লাশের সাথে সাথে অথবা কাছাকাছিও চলা যাবে। তবে আরোহী ব্যক্তি পেছনে পেছনে যাবে। কারণ, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِى يَمْشِى خَلْفَهَا وَأَمَامَهَا وَعَنْ يَمِينِهَا وَعَنْ يَسَارِهَا قَرِيبًا مِنْهَا وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ
বাহনে আরোহী লাশের পেছনে পেছনে চলবে এবং হেঁটে চলা ব্যক্তি লাশের পেছনে, সামনে, ডানে-বামে কিংবা সাথে সাথেও যেতে পারবে। অপূর্ণাঙ্গভাবে প্রসব হওয়া বাচ্চার জানাযা পড়তে হবে এবং তার পিতামাতার জন্য ক্ষমা ও রহমতের দুআ করতে হবে। - ( সুনানু আবী দাউদ, ৩১৮০, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)
লাশের সামনে ও পেছনে হাঁটা নবী ﷺ-এর কর্ম হিসেবে প্রমাণিত। আনাস রাদিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ ﷺ, আবু বাকর ও উমার লাশের সামনে ও পেছনে হাঁটতেন। - (শারহু মাআনিয়াল আসার, ২৭৫৫, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)
তবে জানাযার পেছনে পেছনে চলা উত্তম। কারণ, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَاتَّبِعُوا الْجَنَائِزَ
তোমরা জানাযার অনুসরণ করো। - (সহীহ ইবন হিব্বান, ২৯৫৫, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)
আর অনুসরণ হয় পেছনে পেছনে। আলী রাদিয়াল্লাহু’র কথা একে আরও শক্তিশালী করে। তিনি বলেন, লাশের সামনে চলার চেয়ে পেছনে চলা তেমন বেশি উত্তম, যেমন একাকী সালাত আদায় করার চেয়ে জামাআতে আদায় করা বেশি উত্তম। - (আহকামুল জানাইয, পৃ. ৯৫-৯৬)
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ২৪৯; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِى يَمْشِى خَلْفَهَا وَأَمَامَهَا وَعَنْ يَمِينِهَا وَعَنْ يَسَارِهَا قَرِيبًا مِنْهَا وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ
বাহনে আরোহী লাশের পেছনে পেছনে চলবে এবং হেঁটে চলা ব্যক্তি লাশের পেছনে, সামনে, ডানে-বামে কিংবা সাথে সাথেও যেতে পারবে। অপূর্ণাঙ্গভাবে প্রসব হওয়া বাচ্চার জানাযা পড়তে হবে এবং তার পিতামাতার জন্য ক্ষমা ও রহমতের দুআ করতে হবে। - ( সুনানু আবী দাউদ, ৩১৮০, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)
লাশের সামনে ও পেছনে হাঁটা নবী ﷺ-এর কর্ম হিসেবে প্রমাণিত। আনাস রাদিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ ﷺ, আবু বাকর ও উমার লাশের সামনে ও পেছনে হাঁটতেন। - (শারহু মাআনিয়াল আসার, ২৭৫৫, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)
তবে জানাযার পেছনে পেছনে চলা উত্তম। কারণ, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَاتَّبِعُوا الْجَنَائِزَ
তোমরা জানাযার অনুসরণ করো। - (সহীহ ইবন হিব্বান, ২৯৫৫, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)
আর অনুসরণ হয় পেছনে পেছনে। আলী রাদিয়াল্লাহু’র কথা একে আরও শক্তিশালী করে। তিনি বলেন, লাশের সামনে চলার চেয়ে পেছনে চলা তেমন বেশি উত্তম, যেমন একাকী সালাত আদায় করার চেয়ে জামাআতে আদায় করা বেশি উত্তম। - (আহকামুল জানাইয, পৃ. ৯৫-৯৬)
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ২৪৯; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স