প্রশ্ন রাগের মাথায় তিন তালাক

Joined
Dec 29, 2024
Threads
1
Comments
1
Reactions
8
আমি রাগের মাথায় আমার স্ত্রীকে “ এক তালাক, ২ তালাক, ৩ তালাক যা তোকে তালাক দিলাম এখন থেকে তুই আমার বউ ন “ এভাবে বলে ফেলি এখন আমাদের কি তালাক হয়ে গেছে? আমরা কী কোন ভাবে সংসার করতে পারবো না?


আমি আজ একজন হুজুরের সাথে কথা বলি , ওনি বললেন আমরা আর সংসার করতে পারবো না ।

আমরা দুজন একসাথে থাকতে চাই.
 
Solution
আসসালামু আলাইকুম,
তালাক সংক্রান্ত মাসআলা অনলাইন থেকে না নিয়ে নিকটস্থ আলেমদের কাছে যান।

ইসলাম কিউ এ এর সিমিলার একটি প্রশ্নোত্তর এখানে উল্লেখ করছি -

প্রশ্ন: আমি একটি ঘটনা সংশ্লিষ্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে– এক মুসলিম ভাই তার স্ত্রীকে বলেছেন যে, তিনি তাকে তিন তালাক দিয়েছেন। কিন্তু কয়েক ঘণ্টা পরে তিনি মত পরিবর্তন করে বলেন যে, তিনি সেটা রাগের মাথায় বলেছেন। ইয়া শাইখ, আমার প্রশ্ন হচ্ছে– এই ভাই কি তার স্ত্রীকে ফেরত নেয়ার অধিকার আছে? আমি শরিয়তের দলিল সমৃদ্ধ সিদ্ধান্ত চাই। উল্লেখ্য, আমরা এ মাসয়ালায় একাধিক দৃষ্টিভঙ্গির মতামত শুনেছি; কিন্তু কোন দলিল-প্রমাণ ছাড়া।

উত্তর: আলহামদু লিল্লাহ।

রাগের তিনটি অবস্থা হতে পারে:

প্রথম অবস্থা: এত তীব্র রাগ উঠা যে, ব্যক্তি তার অনুভুতি হারিয়ে ফেলা। পাগল বা উন্মাদের মত হয়ে যাওয়া। সকল আলেমের...
Back
Top