ফাযায়েলে আমল যিকরুল্লাহ আল্লাহর বন্ধুত্ব লাভের মূল উপকরণ

    Nobody is reading this thread right now.
Joined
Jan 3, 2023
Threads
699
Comments
844
Reactions
7,429
যিকির আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার ও তাঁর ওলী হওয়ার মূল মাধ্যম। অপরপক্ষে তাঁর শত্রু ও দুশমনে পরিণত হওয়ার প্রধান উপাদান যিকির বিমুখতা। বান্দা যিকির করতে থাকলে আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন এবং তাকে বন্ধু বানিয়ে নেন। অপরপক্ষে কেউ যিকির থেকে দূরে থাকলে তিনি তাকে ঘৃণা করেন এবং তাকে শত্রু হিসেবে গ্রহণ করেন।

ইমাম আওযাঈ (রাহিমাহুল্লাহ) বলেন, হাসসান ইবন আতিয়্যাহ বলেছেন : সে ব্যক্তির চেয়ে তার রবের বড় সুশমন অন্য কেউ হতে পারে না, যে যিকরুল্লাহকে অপছন্দ করে বা যিকিরকারীদের অপছন্দ করে। — শুআবুল ঈমান : ২/৫৯৯-৬০০

আল্লাহর শত্রু ও বিরাগভাজন পরিণত হওয়ার মূল হল-যিকির থেকে দূরে সরে যাওয়া। যখন কেউ ধারাবাহিকভাবে যিকির থেকে দূরে সরে যেতে থাকে, তখন যিকির ও বিকিরকারী তার কাছে অপছন্দনীয় বস্তুতে পরিণত হয়। এমনকি একপর্যায়ে সে শুধু যিকিরকারীকে নয় বরং রবকেও নিজের দুশমন ভাবতে শুরু করে।

— যিকরুল্লাহ (আল ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের অনুবাদ), আযান প্রকাশনী, মূল: ইমাম ইবনুল কায়্যিম
 
Similar threads Most view View more
Back
Top