ফাযায়েলে আমল যিকরুল্লাহ বান্দাকে নিফাকী থেকে বাঁচিয়ে রাখে

Joined
Jan 3, 2023
Threads
890
Comments
1,061
Reactions
9,555
যিকরুল্লাহর মাধ্যমে জিহবাকে সিক্ত রাখা নিফাকী থেকে নিরাপত্তা। কেননা মুনাফিকরা খুব কমই যিকির করে। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন,

"তারা খুবই কম আল্লাহর যিকির করে" (সূরা নিসা, আয়াত: ১৪২)

কাব আল-আহবার বলেন, "যে ব্যক্তি বেশি বেশি যিকির করে সে নিফাক মুক্ত" (শুআবুল ঈমান, ২/৪৬৯)

এ কারণে হয়তোবা আল্লাহ সূরা মুনাফিকুনের শেষের দিকে এই আয়াত উল্লেখ করেছেন: "হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্ৰস্ত" (সূরা মুনাফিকুন, আয়াত: ৯)

উক্ত আয়াত আমাদেরকে আল্লাহর যিকির থেকে গাফেল মুনাফিকদের ব্যাপারে সর্তক করেছেন। কেননা তাদের ব্যাপারে সর্তক না হলে আমরাও তাদের মত হয়ে যাব।

এক সাহাবীকে খারেজীদের ব্যাপারে প্রশ্ন করা হয়, তারা কি মুনাফিক?

তিনি বলেন,
না, তারা মুনাফিক নয়; মুনাফিকরা তো খুবই কম যিকির করে। (মুসান্নাফ ইবনে আবী শায়বা, ১৫/২৫৬; মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ১০/১৫০; সহীহ)

উৎসঃ 'যিকরুল্লাহ' বই, পৃঃ ১৩৭; আযান প্রকাশনী
 
Similar threads Most view View more
Back
Top