তাওহীদ যাদুতে বিশ্বাস করা

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,140
Comments
1,332
Solutions
1
Reactions
12,653
• আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা ধ্বংসাতাক কাজ থেকে বিরত থাক। আর তা হল, আল্লাহর সাথে শিরক করা এবং যাদু করা।’ [1]

• নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রী সাফিয়া (রাদিআল্লাহু আনহা) হতে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি কোন গণকের নিকট গিয়ে কিছু চাইল, চল্লিশ রাত্রি তার কোন ছালাত কবুল হবে না।’ [2]

• আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করল অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করল অথবা কোন গণকের নিকট গেল এবং সে যা বলল, তা বিশ্বাস করল। তাহলে সে অবশ্যই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর নাযিলকৃত বিধানকে অস্বীকার করল।’ [3]

[1] ছহীহ বুখারী, হা/৫৪৩১
[2] ছহীহ মুসলিম, হা/২২৩০; আহমাদ, হা/২৩২৭০
[3] ইবনু মাজাহ, হা/৬৩৯, সনদ ছহীহ


– আমলে সালেহ (২য় খন্ড), লেখক: শাইখ সামী মুহাম্মাদ, তাহকীক: আলবানী, অনুবাদ-সম্পাদক: ড. মুযাফফর বিন মুহসিন; আছ ছিরাত প্রকাশনী
 
Back
Top