উত্তর: ঈদুর ফিতরের রাত আগমনের সাথে সাথেই যাকাতুল ফিতর ওয়াজিব হয়। আর যাকাতুল ফিতর আদায়ের সময় হচ্ছে ঈদের একদিন বা দু'দিন পূর্ব থেকে। কারণ, ইবন উমার (রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা) এভাবে করতেন। আর আদায়ের উত্তম সময় হচ্ছে ঈদের দিন সূর্যোদয়ের পর ও ঈদের সালাতের সামান্য পূর্ব পর্যন্ত। কেননা (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) মানুষকে ঈদের সালাতে বের হওয়ার পূর্বে আদায় করার নির্দেশ দিয়েছেন।
[সূত্র: উমদাতুল আহকাম, ১ম খন্ড; শাইখ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া]