- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,877
- Thread Author
- #1
মাতৃগর্ভে থাকা সন্তানের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা ফরয নয়। তবে কেউ যদি চায়, তাহলে মাতৃগর্ভে থাকা সন্তানের পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতে পারে। সেক্ষেত্রে এটি নফল সাদাকাহ বলে গণ্য হবে। আর শেষ রমাদানের সূর্যাস্তের আগে যদি সন্তানের জন্ম হয়, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা ফরয। কিন্তু যদি শেষ রমাদানের সূর্যাস্তের পর সন্তানের জন্ম হয়, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা ফরয নয়।
['যাকাত' কোর্স মডিউল ১৪; তাইবাহ একাডেমি]
['যাকাত' কোর্স মডিউল ১৪; তাইবাহ একাডেমি]