মুসলিম নারীদের ঘরে থাকতেই মহান আল্লাহ উৎসাহিত করেছেন (সূরা আল-আহযাব : ৩৩)।
তাই ঘরে থেকে ঘরের কাজগুলো করাই তাদের জন্য উত্তম। তবে একান্ত প্রয়োজনে বাইরে যেতে পারে (সহীহ মুসলিম, হা/১৪৮৩)।
শর্ত হল পর্দা, নিরাপত্তা ও সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর স্ত্রীদের বললেন, ‘তোমাদের মাঝে সর্বপ্রথম সেই আমার সাথে সাক্ষাৎ পাবে যার হাত অধিক লম্বা। সব স্ত্রীরা নিজ নিজ হাত মেপে দেখে যয়নাবের হাত লম্বা হল। কারণ তিনি নিজ হাত দ্বারা কাজ করতেন এবং দান করতেন’ (সহীহ মুসলিম, হা/২৩৩৭)।
তাই ঘরে থেকে ঘরের কাজগুলো করাই তাদের জন্য উত্তম। তবে একান্ত প্রয়োজনে বাইরে যেতে পারে (সহীহ মুসলিম, হা/১৪৮৩)।
শর্ত হল পর্দা, নিরাপত্তা ও সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর স্ত্রীদের বললেন, ‘তোমাদের মাঝে সর্বপ্রথম সেই আমার সাথে সাক্ষাৎ পাবে যার হাত অধিক লম্বা। সব স্ত্রীরা নিজ নিজ হাত মেপে দেখে যয়নাবের হাত লম্বা হল। কারণ তিনি নিজ হাত দ্বারা কাজ করতেন এবং দান করতেন’ (সহীহ মুসলিম, হা/২৩৩৭)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: