- Joined
- Jan 3, 2023
- Threads
- 756
- Comments
- 903
- Reactions
- 7,992
- Thread Author
- #1
উত্তর : মাসবূক ব্যক্তি যখন সলাতে শরীক হবে, তখন ইমাম যদি কিয়াম অবস্থায় থাকে, তাহলে তাকবীরে তাহরীমা তথা 'আল্লাহু আকবর' বলে কাঁধ বা কান বরাবর হাত উত্তোলন করে বুকে বাঁধবে। আর যদি কিয়াম অবস্থায় না থেকে অন্য অবস্থায় থাকে, তাহলে হাত উত্তোলন করে ছেড়ে দিতে হবে। বুকে বাঁধতে হবে না। অতঃপর পুনরায় 'আল্লাহু আকবার' বলে ইমাম যে অবস্থানে আছে সেখানে চলে যাবে।
• শরীয়তের পরিভাষায়– সালাতের এক বা একাধিক রাকআত অতিবাহিত হয়ে যাওয়ার পর যে ব্যক্তি সালাতে শরীক হয়, তাকে মাসবূক বলা হয়
— আবূ দাউদ, হা/৫০৬; মুসনাদে আহমাদ, হা/২২১৭৭; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হা/২৬০১
— সলাতে মাসবূকের বিধি বিধান, মাকতাবাতুস সালাফ
• শরীয়তের পরিভাষায়– সালাতের এক বা একাধিক রাকআত অতিবাহিত হয়ে যাওয়ার পর যে ব্যক্তি সালাতে শরীক হয়, তাকে মাসবূক বলা হয়
— আবূ দাউদ, হা/৫০৬; মুসনাদে আহমাদ, হা/২২১৭৭; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হা/২৬০১
— সলাতে মাসবূকের বিধি বিধান, মাকতাবাতুস সালাফ