- Joined
- Feb 23, 2023
- Threads
- 358
- Comments
- 410
- Reactions
- 2,032
- Thread Author
- #1
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কেমন দ্রুত পড়া হয়, সেটা আগে দেখতে হবে। যদি এমন দ্রুত হয় যে, সালাতই হচ্ছে না, তাহলে ঘরে পড়া উত্তম। আর দ্রুততা যদি এমন হয় যে, সালাত হবে, কিন্তু কিছুটা দ্রুত, তাহলে সে ক্ষেত্রে মসজিদে পড়াই উত্তম। কিন্তু, আপনি যদি নিজে হাফেজ হন, সুন্দর করে পড়তে পারেন, তাহলে বাসায় পড়তে পারেন। আপনি দীর্ঘ সময় ধরে পড়তে পারলে বাসায় পড়বেন। কারণ, তারাবির জন্য মসজিদে পড়াটা শর্ত নয়। তবে, মসজিদে পড়াটা উত্তম। এখন যদি মসজিদের নামাজটা একেবারেই না হয়, তাহলে বাসায় পড়তে পারেন। যদি মসজিদে রুকু, সিজদা এসব ভালো করে না পড়ায়, তাহলে বাসায় পড়ুন। এতে কোনো বাধা নেই।
উত্তর দিয়েছেন:
শাইখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ্ মাদানী (হাফিযাহুল্লাহ)
পি.এইচ.ডি; মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়।
শাইখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ্ মাদানী (হাফিযাহুল্লাহ)
পি.এইচ.ডি; মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়।