সালাত মসজিদে দ্রুত তারাবি পড়া হয়। আমার প্রশ্ন হলো, সুন্দর করে পড়ার জন্য মসজিদের বদলে কি বাসায় তারাবি পড়া যাবে?

Joined
Feb 23, 2023
Threads
358
Comments
410
Reactions
2,032
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কেমন দ্রুত পড়া হয়, সেটা আগে দেখতে হবে। যদি এমন দ্রুত হয় যে, সালাতই হচ্ছে না, তাহলে ঘরে পড়া উত্তম। আর দ্রুততা যদি এমন হয় যে, সালাত হবে, কিন্তু কিছুটা দ্রুত, তাহলে সে ক্ষেত্রে মসজিদে পড়াই উত্তম। কিন্তু, আপনি যদি নিজে হাফেজ হন, সুন্দর করে পড়তে পারেন, তাহলে বাসায় পড়তে পারেন। আপনি দীর্ঘ সময় ধরে পড়তে পারলে বাসায় পড়বেন। কারণ, তারাবির জন্য মসজিদে পড়াটা শর্ত নয়। তবে, মসজিদে পড়াটা উত্তম। এখন যদি মসজিদের নামাজটা একেবারেই না হয়, তাহলে বাসায় পড়তে পারেন। যদি মসজিদে রুকু, সিজদা এসব ভালো করে না পড়ায়, তাহলে বাসায় পড়ুন। এতে কোনো বাধা নেই।


উত্তর দিয়েছেন:
শাইখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ্ মাদানী (হাফিযাহুল্লাহ)
পি.এইচ.ডি; মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়।​
 
রাতের সালাতের আসল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা। তার কাছে আপনার যাবতীয় বিষয় তুলে ধরা। এখন যদি পরিস্থিতি এমন হয় যে, আপনি ১০.০০-১০.৩০, পর্যন্ত তারাবীহ পরবেন তারপর ঘুম আসতে আসতে ১১.০০+ এবং আপনি সেহরির ৪০ মিনিট থেকে ১ ঘন্টা আগে উঠবেন তাহলে আমি বলবো, আপনি ইমামের সাথে তারাবীহ পরবেন না কারণ, আপনি ইমামের সাথে তারাবীহ নামায পড়ছেন যেই ফজিলতের আশায় যে, সারারাত কিয়াম করার সওয়াব পাবেন। এটা ফজর ও ঈশার সালাতের মাধ্যমেও পাওয়া যায় কিন্তু, আপনি ইমামের সাথে তারাবীহ পরতে গিয়ে রাতের শেষ তৃতীয়াংশ মিস করছেন যা দুয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। আর যেই, হাদীসে উমার রা তারাবীহর জন্য জামাত প্রতিষ্ঠিত করেছিলেন সেখানেই উল্লেখ আছে যে তিনি একা একা তারাবীহ পরতেন। আপনি যদি সৌদিতে যেভাবে শেষ দশকে তারাবীহ পর হয় অর্থাৎ ঈশার সালাতের পর ও সাহরীর সময় তাহলে তা উত্তম। আর আপনি সেহরির সময় সালাত আদায় করতে পারবেন না আর আপনি ইমামের সাথে তারাবীহ পরবেন সেটা মোটেই উত্তম নয়। আর সাহাবীরা ঈশার সালাতের পর তারাবীহ পরতেন কারণ, সেই সময় কুরআন মাজিদ এতো ব্যপক ছিলনা। তারা সবাই তারাবীহর মাধ্যমে কুরআন মাজিদ এর মুখস্থতা ধরে রাখতেন। তাই সর্বোপরি রাতের শেষ তৃতীয়াংশের উপর জোর দিবেন।
 
Similar threads Most view View more
Back
Top