বিবাহ ও দাম্পত্য মসজিদে বিবাহ পড়ানো কি সুন্নাত?

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
661
Comments
805
Reactions
7,060
উত্তর: মসজিদে বিয়ে পড়ানোর অতিরিক্ত কোনো ফযীলত নেই। বরং এ মর্মে যে হাদীছটি বর্ণিত হয়েছে তা যঈফ (তিরমিযী, হা/১০৮৯; মিশকাত, হা/৩১৫২; ইরওয়াউল গালীল, হা/১৯৯৩)। এর সনদে ‘ঈসা ইবনু ইউনুস’ নামে একজন যঈফ রাবী আছে। ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী তাকে যঈফ বা দুর্বল রাবী হিসাবে উল্লেখ করেছেন; ইবনু মাঈন বলেছেন, সে কিছুই না; আবূ হাতিম বলেছেন, সে পরিত্যক্ত (সিলসিলা যঈফাহ, ২য় খণ্ড, পৃ. ৪০৯, হা/৯৭৮)। সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য শায়খ উছায়মীন বলেন, মসজিদে বিবাহ সম্পাদন করা মুস্তাহাব হওয়ার পক্ষে কোন দলীল নেই। তবে কেউ চাইলে করতে পারে। (লিক্বাউল বাবিল মাফতূহ ১৬৭/১২)। সৌদি স্থায়ী ফতোয়া বোর্ড বলেছেন, মসজিদে বিবাহ পড়ানো সুন্নাত নয়। (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮/১১৩, নং ৯৫৫৩)

--- মাসিক আল ইখলাস
 
Last edited:
Back
Top