প্রশ্ন মসজিদে দুনিয়াবী কথা বলা কি হারাম..?

Shamim Bin Siddique

Salafi
Salafi User
Joined
Dec 6, 2023
Threads
4
Comments
9
Reactions
51
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কিছু কিছু মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম এবং নিজে দিয়ে লেখা থাকে সহিহ হাদিস এই কথা কি ঠিক
 
ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন অনুযায়ী, আল-হাদিস কিংবা সহিহ হাদিসটির সাথে যায় না যে মসজিদে দুনিয়াবী কথা বলা বা ব্যাপক তালিকা পরিচিত করলে পাপ হয়। সত্যি বলতে পারবো যে এসমন্দে কোনও সামরিক ক্ষতি সৃষ্টি করা মনান্য নয়। মসজিদ সারা বিশ্বের শান্তি ও আত্মীয়তা স্থান হিসাবে পরিচিত।

আগামীর বাত্যামুলক বিষয়ে, আমাদের প্রিয় প্রণেতা হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়তুল কুরসি (সূরা বাকারাহ, ২:২৫৫) সহ কীভাবে আল্লাহর রাজ্যের কথা বলা একমাত্র আল্লাহিয় ঠেকানো। তবুও মসজিদে কোনও প্রকারের ডিভাইস, মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক উপকরণ ব্যবহার করে স্বৈরাচার করা উচিত হয় না। এদিক বিপদজনক উদাহরণ সহন করার প্রসঙ্গে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

আপনাকে ধন্যবাদ জানাই যখনই অনলাইন মসজিদ এবং আইসলামিক জানাকারির জন্য আমাদের সাহায্য প্রয়োজন হয়। আল্লাহ আপনাকে আমলবান হওয়ার তাওফির দান করুন।
 
‘‘যে ব্যক্তি মসজিদের মধ্যে ‘দুনিয়াবী কথা’ বলবে, আল্লাহ তার চল্লিশ বছরের আমল বাতিল বা বরবাদ করে দিবেন।’’

আল্লামা সাগানী, তাহির পাটনী, মোল্লা আলী কারী, আজলূনী প্রমুখ মুহাদ্দিস একবাক্যে হাদীসটিকে জাল বলেছেন। মোল্লা কারী বলেন: ‘‘এ কথাটি যেমন সনদগতভাবে বাতিল, তেমনি এর অর্থও বাতিল।’’[১]

[১] সাগানী, আল-মাউদূ‘আত, পৃ ৩৯; তাহির পাটনী, তাযকিরাতুল মাউদূ‘আত, পৃ ৩৬; মোল্লা কারী, আল-আসরার পৃ. ২২৭; আল-মাসনূ, পৃ. ১৪৭; শাওকানী, আল-ফাওয়াইদ ১/৪৪।

সোর্স: হাদিসের নামে জালিয়াতি - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
 
মসজিদে অপ্রয়োজনীয় দুনিয়ারী কথা-বার্তা বলা থেকে বিরত থাকা আবশ্যক। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, অচিরেই এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে বসে নিজেদের দুনিয়াবী কথাবার্তা বলবে। অতএব তোমরা এসব লোকদের গল্প-গুজবে বসবে না। আল্লাহ তা‘আলার এমন লোকের প্রয়োজন নেই (বায়হাক্বী, শুআব হা/২৯৬২; ছহীহাহ হা/১১৬৩; মিশকাত হা/৭৪৩)। ওমর ফারূক (রাঃ) দুনিয়াবী কথা-বার্তা থেকে বিরত থাকার জন্য মসজিদে নববীর পার্শ্বে বুতাইহা নামক একটি চত্বর তৈরী করেছিলেন এবং বলেছিলেন, ‘যে ব্যক্তি অনর্থক কথা, কবিতা পাঠ কিংবা উচ্চৈঃস্বরে কথা বলতে চায়, সে যেন ঐ স্থানে চলে যায়’ (মুওয়াত্ত্বা মালেক, মিশকাত হা/৭৪৫)। তবে ‘যে ব্যক্তি মসজিদে দুনিয়াবী কথা বলবে তার ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে’ মর্মে বর্ণিত হাদীছটি জাল (তাযকিরাতুল মাওযূ‘আত, আবুল ফযল আল-মাক্বদেসী, ৩৯ পৃঃ, হা/৪০)

সোর্সঃ আত-তাহরীক
 
আল্লাহ আপনাদের নেক
ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন অনুযায়ী, আল-হাদিস কিংবা সহিহ হাদিসটির সাথে যায় না যে মসজিদে দুনিয়াবী কথা বলা বা ব্যাপক তালিকা পরিচিত করলে পাপ হয়। সত্যি বলতে পারবো যে এসমন্দে কোনও সামরিক ক্ষতি সৃষ্টি করা মনান্য নয়। মসজিদ সারা বিশ্বের শান্তি ও আত্মীয়তা স্থান হিসাবে পরিচিত।

আগামীর বাত্যামুলক বিষয়ে, আমাদের প্রিয় প্রণেতা হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়তুল কুরসি (সূরা বাকারাহ, ২:২৫৫) সহ কীভাবে আল্লাহর রাজ্যের কথা বলা একমাত্র আল্লাহিয় ঠেকানো। তবুও মসজিদে কোনও প্রকারের ডিভাইস, মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক উপকরণ ব্যবহার করে স্বৈরাচার করা উচিত হয় না। এদিক বিপদজনক উদাহরণ সহন করার প্রসঙ্গে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

আপনাকে ধন্যবাদ জানাই যখনই অনলাইন মসজিদ এবং আইসলামিক জানাকারির জন্য আমাদের সাহায্য প্রয়োজন হয়। আল্লাহ আপনাকে আমলবান হওয়ার তাওফির দান করুন।
হায়াত দান করুক.. আমিন💕
 
Similar threads Most view View more
Back
Top