বিদ'আতের ক্ষেত্রে এমন সংক্ষিপ্ত কিন্তু সকল মূলনীতির কালেকশন বইটিকে অসাধারণ বানিয়েছে।লেখক এবং সম্পাদককে আল্লাহ এর জন্য উত্তম প্রতিদান দান করুক।
বি:দ্র: ইমাম আলবানী রহ:-র একটি কথা মাথায় রাখবেন, উনার মতে কাউকে তাকফীর করা এবং কাউকে বিদ'আতী বলা সমপর্যায়ের। তাই উক্ত ১৫টি মূলনীতি মূখস্ত করার অন্য কাউকে বিদ'আতী বলার জন্য নয় বরং নিজে শিখা এবং অন্যকে শিখানোর জন্য করুন। কাউকে আক্বীদা বা আমলগত বিদ'আতী বলার দায়িত্ব আলেমদের উপর ছেড়ে দিন। কিন্তু এতটুকু বলে ক্ষান্ত হতে পারেন যে তোমার উক্ত আমলটি আমার জানা ১৫টি মূলনীতির ১২নং মূলনীতির আলোকে বিদ'আত আর সাথে সেই ১২নং মূলনীতি উল্লেখ করুন। আপনার দায়িত্ব এতটুকুই।
শুকরান।
جزاك الله خيرا