Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
পরপুরুষের সামনে হাতমোজা পরা খুবই ভালো অভ্যাস, বরং সব মেয়েদেরই এমনটি করা উচিত। রাসূল (ﷺ) ইহরাম অবস্থায় নারীদেরকে নিকাব এবং হাতমোজা পরিধান করতে নিষেধ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে, ঐ সময় মুসলিম নারীরা হাতমোজা পরতে অভ্যস্ত ছিলেন। নিঃসন্দেহে এটি নারীদের পূর্ণাঙ্গ পর্দার অংশ এবং ফেতনা থেকে বেঁচে থাকার অন্যতম উপায়। তবে সতর্ক থাকতে হবে, যাতে হাতমোজা পুরুষদের নযর কাড়বে এমন আকর্ষণীয় না হয়।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: অনেকেই তাদের কন্যাদের উপর বেশি কড়াকড়ি করেন। এমনকি চার বছর বয়সেই ওড়না পরতে বাধ্য করেন এবং বলে থাকেন, ছোট থেকেই কাউকে কোনো কিছুর উপর গড়ে তুললে শেষ বয়স পর্যন্ত তার উপরেই অবিচল থাকে। এভাবে পরিবারের সকলকে পর্দা করতে বাধ্য করেন। এ ছোট্ট মেয়েটি, যে-কোনো কিছু বুঝে না, তার উপর এমন কড়াকড়ির ব্যাপারে আপনার মতামত জানাবেন।
উত্তর: হ্যাঁ, অবশ্যই। ছোট থেকেই কাউকে কোনো কিছুর উপর গড়ে তুললে শেষ বয়স পর্যন্ত তার উপরেই অবিচল থাকে। এজন্যই রাসূল (ﷺ) বালেগ না হওয়া সত্ত্বেও ছালাতে অভ্যস্ত করার জন্য সন্তানদেরকে সাত বছর বয়সেই ছালাতের আদেশ দিতে বলেছেন। কিন্তু খুব বেশি ছোট মেয়েদের ক্ষেত্রে পর্দার হুকুম...
উত্তর: হ্যাঁ, অবশ্যই। ছোট থেকেই কাউকে কোনো কিছুর উপর গড়ে তুললে শেষ বয়স পর্যন্ত তার উপরেই অবিচল থাকে। এজন্যই রাসূল (ﷺ) বালেগ না হওয়া সত্ত্বেও ছালাতে অভ্যস্ত করার জন্য সন্তানদেরকে সাত বছর বয়সেই ছালাতের আদেশ দিতে বলেছেন। কিন্তু খুব বেশি ছোট মেয়েদের ক্ষেত্রে পর্দার হুকুম...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন