FORUM BOT
Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,871
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 53,006
- Thread Author
- #1
উত্তর : আহলেহাদীছ একটি বৈশিষ্ট্যগত নাম, যা বহু মনীষী দ্বারা প্রশংসিত হয়ে আসছে (বিস্তারিত দ্রঃ ‘ভ্রান্তির বেড়াজালে ইক্বামতে দ্বীন’ শীর্ষক বই)। যারা কুরআন ও ছহীহ সুন্নাহর নিঃশর্ত অনুসারী। ‘আহলে সুন্নাহ’ নামটিও একই অর্থ ও আদর্শ বহন করে। তবে সুন্নী বলতে কুরআন-সুন্নাহর অনুসারী আহলেহাদীছ ছাড়াও বিদ‘আতী দলগুলোকেও বুঝায়। কিন্তু আহলেহাদীছদের কেউ বিদ‘আতী বলে না বা তাদের মধ্যে এমন বৈশিষ্ট্যও নেই। হাদীছ যেমন যঈফ-জাল হয়, তেমনই শী‘আরা ছাড়া দুনিয়াতে যত বিদ‘আতী দেওবন্দী, ব্রেলভী, মাইজভাণ্ডারী, পীরপন্থী আছে তারা সুন্নী হিসাবেই পরিচয় দিয়ে থাকে। অতএব এব্যাপারে পার্থক্য করা খুবই যরূরী। তাই পার্থক্যের জন্য আহলেহাদীছ বা সালাফী বলে পরিচয় দেয়াই উত্তম। সূত্র: মাসিক আল-ইখলাছ।