‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর পৃথিবীর প্রথম মানুষ কোন জাতি বা গোত্রের ছিলেন?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,149
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
প্রশ্ন : পৃথিবীর প্রথম মানুষ কোন জাতি বা গোত্রের ছিলেন?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।


কুরআনের বর্ননা অনুযায়ী পৃথিবীর প্রথম মানব আদম(আঃ)। তিনি ছিলেন মুসলিম। শুধু তিনিই নন মোহাম্মদ (ﷺ) বলেন-


”পৃথীবীতে প্রতিটি বাচ্চাই নিষ্পাপ মুসলিম হয়ে জন্মগ্রহন করে। ”


মুসলিম পরিবারে জন্মগ্রহন করলেই কি মুসলিম?


মুসলিম মানেই রহিম, করিম নয় এর অর্থ নিজের ইচ্ছা আল্লাহর নিকট সমর্পন করা। যে কোন বাচ্চা হিন্দু, খ্রীষ্টান বা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহন করুক সে প্রথমত জন্মায় মুসলিম হয়ে। নবী(ﷺ) বলেন-


”মা-বাবার কর্মে প্রভাবিত হয়ে বাচ্চাটি তা অনুসকরন করে আগুন, পাথর বা মূর্তির পূজা করে, পাপ করতে শুরু করে। ”


কারন একটি নিষ্পাপ শিশুকে যাই শেখানো হয় তাই সে করার চেষ্টা করে।


আফ্রিকান-কাপাকু ও অষ্ট্রেলিয়ান- গোঁড়া জাতি-


অতি সম্প্রতি দুটি জাতির জীবন-পদ্বতি গবেষনা করে দেখা গেছে। আফ্রিকান কাপাকু ও অষ্ট্রেলিয়ান গোঁড়া জাতি এই দুজাতি ১৯৫০ সালের আগ পর্যন্ত সভ্যতার দেখা পায়নি। গবেষনায় দেখা গেছে তারা যা করতো প্রায় প্রতিটি কর্মই ইসলামের সাথে মিল রয়েছে।


✔ তারা এক সৃষ্টিকর্তার বিস্বাস করতো,


✔ তারা সিজদা করতো,


✔ তারা কোন মূর্তিপুজা করতো না।


আপনি যদি কোন বাচ্চাকে ধর্মীয় শিক্ষা না দেন বেদ, কুরআন, বাইবেল ইত্যাদি না পড়ান সে বড় হয়ে এক সৃষ্টিকর্তার মতবাদে বিস্বাসী হবে এবং সে অনুযায়ী জীবনকে গড়ে নেবে।


১৯৯৯ সালে নিউরো সায়েন্টিষ্টের অবাক করা তথ্য-


আমাদের মস্তিষ্কের সামনের অংশে বহুল গবেষনা করে তিনি বলেন- “প্রত্যেকের মস্তিষ্কের সামনের একটি ছোট অংশ রয়েছে যা সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করার সময় একটিভ হয়, অন্যসময় তা নিষ্ক্রিয় থাকে।”


সুত্রঃ ডঃ জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 

Share this page