সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Abu Taleb Siddik

পাপের ফুলশয্যায় সুনিদ্রিত বন্ধু আমার!

Abu Taleb Siddik

Salafi

Salafi User
LV
1
 
Awards
9
Credit
150
পাপ থেকে বড় পাপঃ

পাপ করা অবস্থায় ডাইনে-বামে কিরামান কাতেবীন ফিরিশ্তাদ্বয়কে লজ্জা না করা ঐ পাপ থেকে বড় পাপ।

পাপ করে খোশ থাকা, আল্লাহর শাস্তি থেকে বেপরোয়া হওয়া ঐ পাপ থেকে বড় পাপ। পাপ করতে পেরে আনন্দিত হওয়া ও নিজেকে সাফল্যমন্ডিত মনে করা ঐ পাপ থেকে বড় পাপ

পাপ না করতে পেরে পস্তানো এবং তাতে দুঃখিত হওয়া ঐ পাপ থেকে বড় পাপ

পাপ করে গর্ব করা ও তা প্রকাশ ও প্রচার করা ঐ পাপ থেকে বড় পাপ। যে পাপ করে, সে সাধারণ মানব। যে পাপ করে অনুতাপ করে, সে সাধু ব্যক্তি। আর যে পাপের বড়াই করে, সে শয়তান।

পাপ করার সময় দরজা-জানালা বা আর কিছুর শব্দে ভয় পাওয়া অথচ আল্লাহকে ভয় না পাওয়া ঐ পাপ থেকে বড় পাপ।

পাপ করা অবস্থায় আল্লাহর দৃষ্টি তার প্রতি জেনেও হৃদয় বিচলিত না হওয়া ঐ পাপ থেকে বড় পাপ।

পাপের ফুলশয্যায় সুনিদ্রিত বন্ধু আমার! যত পরিমাণের শাস্তি ভোগ করতে তুমি সক্ষম ঠিক তত পরিমাণের পাপ কর। এমন জায়গায় পাপ কর যেখানে তোমাকে তোমার প্রতিপালক দেখতে পান না। পাপে থেকে আল্লাহর ক্ষমার আশায় ধোকায় জীবন কাটিও না। একটি পাপের কারণেই ইবলীস অভিশপ্ত, বিতাড়িত ও জাহান্নামী হয়েছে। একটি পাপের কারণেই আমাদের পিতা আদমকে সুখের রাজ্য বেহেশ্ত থেকে বের করে এ দুঃখের দুনিয়ার নামিয়ে দেওয়া হয়েছে। ব্যভিচারের মত একটি পাপের কারণেই ব্যভিচারীকে হত্যা করা হয়। মদ্যপান বা অপবাদের মত একটি পাপের কারণেই পাপীকে কশাঘাত খেতে হয়। মাত্র তিন দিরহাম পরিমাণ অর্থ চুরি করার জন্য চোরের হাত কাটা যায়।

একটি বিড়াল বেঁধে রেখে খেতে না দিয়ে হত্যা করার জন্য এক মহিলাকে দোযখ যেতে হয়েছে। একটি কথার জন্য কোন কোন মানুষ পূর্ব ও পশ্চিম দূরবর্তী জায়গা জাহান্নামে নিক্ষিপ্ত হয়।

একটি সৎলোক ষাট বছর ধরে ভালো কাজ করে মরণের পূর্বমুহূর্তে অসিয়তে অন্যায় কিছু লিখে গেলে তাকে দোযখে যেতে হয়। জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু শেষ মন্দ হলে সবই মন্দ।

ঐ দেখ না, চার রাকআত নামায পড়ে সালাম ফিরার পূর্বে তোমার হাওয়া বের হয়ে গেলে পুরো নামাযটাই বাতিল হয়ে যায়। সারা দিন রোযা রেখে ইফতারীর সময় হওয়ার ২/১

মিনিট পূর্বে ইফতার করে নিলে তোমার রোযা বাতিল গণ্য হয়।

তুমি কি তোমার এত পাপ নিয়ে ইহ-পরকালে সুখের আশা কর? এত সামান্য পরিমাণ ঈমান নিয়ে পরিত্রাণের আশা রাখ? ভেজাল-মার্কা আমল নিয়ে হিসাবে তরে যাওয়ার আশা পোষণ কর? হৃদয় অনুপস্থিত রেখে ইবাদত করে তা নিয়ে তরে যাওয়া সহজ ভাব?

উদাসীন বন্ধু আমার! এখনো সময় আছে; ঘুম থেকে জাগো। সুখের রঙ-তামাশা ছেড়ে আসল সুখের জন্য সুপথে এসে নিজেকে পবিত্র কর।

'পরিত্রাণ ও সুখ চাও চল না তার পথে,
পানির জাহাজ তো বন্ধু চলে না ডাঙ্গাতে।'



লেখাঃ- আব্দুল হামীদ আল - ফাইযী আল - মাদানী (হাফিযাহুল্লাহ)​

 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
12,913Threads
Total Messages
16,414Comments
Total Members
3,343Members
Latest Messages
tasrinLatest member
Top