Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: সম্প্রতি নারীদের মধ্যে 'নিকাব' নামক একটি নতুন সমস্যা ছড়িয়ে পড়েছে, যা সকলের দৃষ্টিগোচর হচ্ছে। আসলে নিকাব পরিধান করা কোনো সমস্যা নয়; বরং নিকাব পরিধানের পদ্ধতিতে সমস্যা সৃষ্টি হয়েছে। ইতঃপূর্বে নারীরা যখন নিকাব পরিধান করত, তখন তাদের দুই চোখ ছাড়া কোনো কিছুই দেখা যেত না। কিন্তু ধীরে ধীরে সেই পরিসর বৃদ্ধি পেয়ে দুই চোখের সাথে মুখের একটি অংশও দেখা যাচ্ছে, যেটি ফেতনা সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে নারীরা যখন নিকাব পরিধানের সময় চোখে সুরমা লাগায়, তখন বিষয়টি আরও মারাত্মক হয়। তাদের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তারা বলে, আপনি নাকি এভাবে নিকাব পরিধানকে বৈধ বলে অভিমত প্রকাশ করেছেন। আশা করি বিস্তারিত আলোচনা করে বিষয়টি পরিষ্কার করবেন।
উত্তর: সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, রাসূল (ﷺ) এ-এর যুগে নারীদের মধ্যে নিকাব পরিধানের প্রচলন ছিল। রাসূল (ﷺ) মুহরিমাহ নারী সম্পর্কে বলেন, 'নিকাব পরিধান করবে না'। এ হাদীছ থেকে বুঝা যায়, সে যুগে নারীদের মাঝে নিকাব পরার প্রচলন ছিল। কিন্তু বর্তমান যুগে নিকাব পরা বৈধ বলে ফতওয়া দিতে পারছি না। কেননা বৈধ বলে ফতওয়া দিলে নারীরা এমনভাবে নিকাব পরা আরম্ভ করবে, যেটি শরীআত কোনোভাবেই সমর্থন করে না। এ কারণে কাছের হোক বা দূরের হোক কোনো নারীকেই আমি নিকাব পরা বৈধ বলে ফতওয়া দিইনি; বরং এটির বিরোধিতাই করে আসছি। নারীদের উচিত, আল্লাহকে ভয় করা এবং নিকাব পরিধান থেকে দূরে থাকা। কেননা এটি অন্যায়ের দুয়ার উন্মুক্ত করবে, যা পরবর্তীতে বন্ধ করা যাবে না।
উত্তর: সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, রাসূল (ﷺ) এ-এর যুগে নারীদের মধ্যে নিকাব পরিধানের প্রচলন ছিল। রাসূল (ﷺ) মুহরিমাহ নারী সম্পর্কে বলেন, 'নিকাব পরিধান করবে না'। এ হাদীছ থেকে বুঝা যায়, সে যুগে নারীদের মাঝে নিকাব পরার প্রচলন ছিল। কিন্তু বর্তমান যুগে নিকাব পরা বৈধ বলে ফতওয়া দিতে পারছি না। কেননা বৈধ বলে ফতওয়া দিলে নারীরা এমনভাবে নিকাব পরা আরম্ভ করবে, যেটি শরীআত কোনোভাবেই সমর্থন করে না। এ কারণে কাছের হোক বা দূরের হোক কোনো নারীকেই আমি নিকাব পরা বৈধ বলে ফতওয়া দিইনি; বরং এটির বিরোধিতাই করে আসছি। নারীদের উচিত, আল্লাহকে ভয় করা এবং নিকাব পরিধান থেকে দূরে থাকা। কেননা এটি অন্যায়ের দুয়ার উন্মুক্ত করবে, যা পরবর্তীতে বন্ধ করা যাবে না।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: কোনো কোনো অঞ্চলে একসাথে একাধিক পরিবার বসবাসের রীতি চালু আছে। যেমন: দুই বা ততোধিক ভাই তাদের পরিবারসহ এক বাড়িতেই বসবাস করে। এমতাবস্থায় মেয়েরা তাদের দেবর বা ভাশুরদের সামনে মুখ খোলা রাখে। এ বিষয়ে আপনার মতামত জানিয়ে বাধিত করবেন।
উত্তর: একসাথে একাধিক পরিবার বসবাস করলেও গায়রে মাহরাম পুরুষদের সামনে মেয়েদেরকে পর্দা করতে হবে। স্বামীর ভাইদের সামনেও মুখ খোলা রাখা যাবে না। কেননা পর্দার ক্ষেত্রে স্বামীর ভাই এবং রাস্তার লোকজনের জন্য একই হুকুম প্রযোজ্য হবে। স্বামী কাজের জন্য বাইরে চলে গেলে তার ভাইয়ের সাথে একাকী বাসায় থাকা যাবে না। এ সমস্যা অনেক পরিবারেই দেখা যায়। যেমন:
দুই ভাই একই বাসায়...
উত্তর: একসাথে একাধিক পরিবার বসবাস করলেও গায়রে মাহরাম পুরুষদের সামনে মেয়েদেরকে পর্দা করতে হবে। স্বামীর ভাইদের সামনেও মুখ খোলা রাখা যাবে না। কেননা পর্দার ক্ষেত্রে স্বামীর ভাই এবং রাস্তার লোকজনের জন্য একই হুকুম প্রযোজ্য হবে। স্বামী কাজের জন্য বাইরে চলে গেলে তার ভাইয়ের সাথে একাকী বাসায় থাকা যাবে না। এ সমস্যা অনেক পরিবারেই দেখা যায়। যেমন:
দুই ভাই একই বাসায়...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন