মহিলাদের জন্য ফুলপ্যান্ট এবং অন্যান্য টাইট পোশাক পরিধান করার হুকুম কী?

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
12,949
মহিলাদের জন্য ফুলপ্যান্ট এবং অন্যান্য টাইট পোশাক পরিধান করা মোটেই সংগত নয়। বিশেষ করে বেগানা পুরুষের সামনে এমন পোশাক পরিধান করা নিঃসন্দেহে হারাম। কেননা এ অবস্থায় বড় ফেতনার আশঙ্কা রয়েছে।
রাসূল (ﷺ) বলেন,

صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا ، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءُ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتُ، مَائِلَاتُ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا.​

'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে। ২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজোর ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।'

হাদীছে বর্ণিত كَاسِيَاتٌ عَارِيَاتٌ -এর ব্যাখ্যায় বিদ্বানগণ বলেন, তারা হচ্ছে ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরিধান করে ঠিকই, কিন্তু সে পোশাক টাইট অথবা পাতলা অথবা খাটো হওয়ার কারণে তাদের দেহ সম্পূর্ণরূপে আচ্ছাদিত হয় না। অতএব মহিলাদের উচিত, যে-কোনো প্রকার টাইট পোশাক পরিধান করা থেকে বিরত থাকা।



মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​



 
Last edited:
Back
Top