Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
নারীরা যদি হজ্জ বা উমরাহ করে তাদের মাথার চুল কাটে, তাহলে সেটি ইবাদত হিসেবে গণ্য হবে এবং ছওয়াবও লাভ করবে। কেননা নারীরা হজ্জ বা উমরাহ করলে আঙুলের অগ্রভাগ পরিমাণ প্রত্যেকটি চুল কাটা অপরিহার্য হয়ে যায়। কিন্তু হজ্জ বা উমরাহ ছাড়া কোনো নারী যদি এমনভাবে চুল ছোট করে, যাতে পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে এটি হারাম এবং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ, পুরুষের বেশধারী নারীকে এবং নারীর বেশধারী পুরুষকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন।
তবে কোনো নারী যদি তার মাথার চুল কোনো এক পাশ থেকে সামান্য কাটে, যাতে তার মাথার আকৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে হাম্বলী মাযহাবের ফকীহগণ এটিকে মাকরূহ বলে সাব্যস্ত করেছেন। অতএব আমি বলব, হজ্জ বা উমরাহ ছাড়া কোনো নারী যেন তার মাথার চুল না কাটে।
তবে কোনো নারী যদি তার মাথার চুল কোনো এক পাশ থেকে সামান্য কাটে, যাতে তার মাথার আকৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে হাম্বলী মাযহাবের ফকীহগণ এটিকে মাকরূহ বলে সাব্যস্ত করেছেন। অতএব আমি বলব, হজ্জ বা উমরাহ ছাড়া কোনো নারী যেন তার মাথার চুল না কাটে।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: কোনো কোনো ব্যক্তি তার কন্যাদেরকে বেগানা ড্রাইভারের সাথে স্কুল-কলেজ বা অন্যান্য স্থানে পাঠায়। কিন্তু তারা এর ভয়ংকর পরিণতি সম্পর্কে একটুও ভাবে না। এ বিষয়ে আপনার নছীহত কামনা করছি।
উত্তর: এর দুটি অবস্থা হতে পারে:
(১) কয়েকজন নারী এক সাথে থাকা। এ অবস্থায় বাসা থেকে নিকটে কোথাও গেলে কোনো অসুবিধা নেই। কারণ, রাসূল (ﷺ) বলেছেন, 'কোনো পুরুষ যেন অন্য নারীর সঙ্গে নিভৃতে অবস্থান না করে'। অতএব, কয়েকজন নারীর সাথে একজন পুরুষ থাকলে সেটিকে নির্জনতা বলার সুযোগ নেই। তবে এক্ষেত্রে শর্ত হলো, ড্রাইভার যেন বিশ্বস্ত হয়। ড্রাইভার যদি বিশ্বস্ত না হয়, তাহলে কয়েকজন নারী একসাথে থাকলেও ঐ ড্রাইভারের সাথে...
উত্তর: এর দুটি অবস্থা হতে পারে:
(১) কয়েকজন নারী এক সাথে থাকা। এ অবস্থায় বাসা থেকে নিকটে কোথাও গেলে কোনো অসুবিধা নেই। কারণ, রাসূল (ﷺ) বলেছেন, 'কোনো পুরুষ যেন অন্য নারীর সঙ্গে নিভৃতে অবস্থান না করে'। অতএব, কয়েকজন নারীর সাথে একজন পুরুষ থাকলে সেটিকে নির্জনতা বলার সুযোগ নেই। তবে এক্ষেত্রে শর্ত হলো, ড্রাইভার যেন বিশ্বস্ত হয়। ড্রাইভার যদি বিশ্বস্ত না হয়, তাহলে কয়েকজন নারী একসাথে থাকলেও ঐ ড্রাইভারের সাথে...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: