নাক ছিদ্র করা আমাদের মতে এতে সৃষ্টিগত অবয়বকে বিকৃতকরণ রয়েছে। যদি কোনো নারী এমন কোনো দেশে থাকেন, যেখানে নাকে অলংকার পরাকে সাজসজ্জা ও সৌন্দর্য্যায়ন হিসেবে বিবেচনা করা হয়, তাহলে নাক ফুল পরার জন্য নাক ছিদ্র করাতে কোনো অসুবিধা নেই। – সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য শাইখ ইবনু উসাইমীন, ফাতাওয়া: খণ্ড. ১১, পৃ. ১৩৭, নং ৬৯