Susceptible
Exposer
Q&A Master
Reporter
Salafi User
- Joined
- Jun 12, 2024
- Threads
- 198
- Comments
- 283
- Solutions
- 1
- Reactions
- 2,046
- Thread Author
- #1
মুহাদ্দিস মুহাক্কিক ইমাম আল আলবানী রহিমাহুল্লাহ
জবাবঃ ফাতিমা বিনতে কাইস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর বলেন, “আমার স্বর্ণের হারে আল্লাহ যা ফরয করেছেন তা আপনি গ্রহণ করুন।” তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, “হে ফাতিমা! এখন আল্লাহর অধিকার (যাকাত) তোমার ওপর থেকে আর কিছুই অবশিষ্ট রাখলে না! ”
[সিলসিলাতুস সহীহাহ, ২৯৭৮]
এ হাদীস একেবারে স্পষ্টভাবে প্রমাণ করে যে, মহিলাদের অলংকারে যাকাত ওয়াজিব হওয়ার ব্যাপার রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে পরিচিত ছিল। এ ছাড়া একাধিক হাদীসে রাসুলুল্লাহ (ﷺ) অলংকারে যাকাত প্রদানের আদেশ দিয়েছেন। আমি সেসব হাদীস ❝আদাবুয যিফাফ❞ বইয়ে উল্লেখ করেছি। এ কারণে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তার হার নিয়ে রাসূলুল্লাহ(ﷺ) এর কাছে আসেন, যেন তিনি হারের যাকাত নিয়ে নেন। এবার এ হাদীস আদেশ সংক্রান্ত হাদীসের সাথে যুক্ত করুন। তাহলে যারা অলংকারে যাকাত ওয়াজিব নয় ফাতওয়া দিয়ে ধনীদের যাকাতের সম্পদে গরীবদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখেন তারা এতে পরিতৃপ্ত হতে পারবেন?
[তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১০/৪১২]
[ফাতাওয়ায়ে আলবানী প্রশ্ন ৩০৭]
জবাবঃ ফাতিমা বিনতে কাইস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর বলেন, “আমার স্বর্ণের হারে আল্লাহ যা ফরয করেছেন তা আপনি গ্রহণ করুন।” তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, “হে ফাতিমা! এখন আল্লাহর অধিকার (যাকাত) তোমার ওপর থেকে আর কিছুই অবশিষ্ট রাখলে না! ”
[সিলসিলাতুস সহীহাহ, ২৯৭৮]
এ হাদীস একেবারে স্পষ্টভাবে প্রমাণ করে যে, মহিলাদের অলংকারে যাকাত ওয়াজিব হওয়ার ব্যাপার রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে পরিচিত ছিল। এ ছাড়া একাধিক হাদীসে রাসুলুল্লাহ (ﷺ) অলংকারে যাকাত প্রদানের আদেশ দিয়েছেন। আমি সেসব হাদীস ❝আদাবুয যিফাফ❞ বইয়ে উল্লেখ করেছি। এ কারণে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তার হার নিয়ে রাসূলুল্লাহ(ﷺ) এর কাছে আসেন, যেন তিনি হারের যাকাত নিয়ে নেন। এবার এ হাদীস আদেশ সংক্রান্ত হাদীসের সাথে যুক্ত করুন। তাহলে যারা অলংকারে যাকাত ওয়াজিব নয় ফাতওয়া দিয়ে ধনীদের যাকাতের সম্পদে গরীবদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখেন তারা এতে পরিতৃপ্ত হতে পারবেন?
[তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১০/৪১২]
[ফাতাওয়ায়ে আলবানী প্রশ্ন ৩০৭]