হারাম ও কবিরা গুনাহ নারীদের কবর জিয়ারতের বিধান কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Joined
Jan 3, 2023
Threads
983
Comments
1,169
Solutions
1
Reactions
10,758
উত্তর : রাসুল (সা.) মূলত প্রথমে কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন দেখা যায় কবর জিয়ারতের উপকার আছে। কারণ কবর জিয়ারত করলে মানুষ আখিরাতমুখী হতে পারে। এ ছাড়া কবর জিয়ারত ব্যক্তির মধ্যে আখিরাতের ভয় সৃষ্টি করতে পারে তখন রাসুল (সা.) জিয়ারতের অনুমোদন দিয়েছেন। আর এই অনুমোধন দেওয়া হয়েছে শুধু পুরুষদের জন্য। অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহর অভিশাপ যারা কবর জিয়ারত করে। এতে বুঝা যায়, নারীদের ওপর এর নিষেধাজ্ঞা করা হয়েছে। নারীরা আবেগপ্রবণ। তাদের অন্তর নরম। তারা বিলাপ করে। তাই এসবের জন্য নারীদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাই নারীদের না করাটাই উত্তম।

[উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ (NTV আয়োজিত 'আপনার জিজ্ঞাসা' অনুষ্ঠান ২৮৯৬ তম পর্ব)]
 
Similar threads Most view View more
Back
Top