Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,054
- Thread Author
- #1
প্রশ্ন: 'জিন্স' নামে এক প্রকার শক্ত ও মোটা কাপড় রয়েছে, যা দিয়ে বিভিন্ন ডিজাইনে বাচ্চাদের পোশাক বানানো হয়। কিন্তু সমস্যা হলো, অমুসলিমরা জিন্সের কাপড় দিয়ে টাইট ফুলপ্যান্ট তৈরি করে, যা সচরাচর দেখা যায়। এখন প্রশ্ন হলো, জিন্সের কাপড় মোটা ও উৎকৃষ্ট হওয়ায় আমরা যদি এর দ্বারা বিভিন্ন আকৃতিতে (টাইট ফুলপ্যান্ট ছাড়া) পোশাক তৈরি করে পরিধান করি, তাহলে কি তা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বনের অন্তর্ভুক্ত হবে?
উত্তর: সাদৃশ্য অবলম্বন হলো, অমুসলিমদের নিজস্ব সংস্কৃতিকে নিজেদের জীবনে ধারণ করা। অতএব এ কাপড় দিয়ে যদি অমুসলিমদের অনুরূপ পোশাক বানানো হয়, তাহলে তাদের সাদৃশ্য অবলম্বন করা হবে। পক্ষান্তরে ভিন্ন ডিজাইনে পোশাক তৈরি করা হলে সে পোশাক পরিধানে কোনো বাধা নেই। কেননা এ পোশাক অমুসলিমদের পোশাকের আকৃতিতে বানানো নয়।
উত্তর: সাদৃশ্য অবলম্বন হলো, অমুসলিমদের নিজস্ব সংস্কৃতিকে নিজেদের জীবনে ধারণ করা। অতএব এ কাপড় দিয়ে যদি অমুসলিমদের অনুরূপ পোশাক বানানো হয়, তাহলে তাদের সাদৃশ্য অবলম্বন করা হবে। পক্ষান্তরে ভিন্ন ডিজাইনে পোশাক তৈরি করা হলে সে পোশাক পরিধানে কোনো বাধা নেই। কেননা এ পোশাক অমুসলিমদের পোশাকের আকৃতিতে বানানো নয়।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মহিলাদের জন্য ফুলপ্যান্ট এবং অন্যান্য টাইট পোশাক পরিধান করা মোটেই সংগত নয়। বিশেষ করে বেগানা পুরুষের সামনে এমন পোশাক পরিধান করা নিঃসন্দেহে হারাম। কেননা এ অবস্থায় বড় ফেতনার আশঙ্কা রয়েছে।
রাসূল (ﷺ) বলেন,
'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো...
রাসূল (ﷺ) বলেন,
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا ، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءُ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتُ، مَائِلَاتُ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا.
'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: