Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 786
- Comments
- 941
- Reactions
- 8,284
- Thread Author
- #1
উত্তর: যে কাপড়গুলোতে প্রাণী বা মানুষের ছবি আছে সেসব কাপড় পরিধান করা নাজায়েয। অনুরূপভাবে যে রুমাল, মাথাবন্ধনী বা এ জাতীয় অন্য কোন পোশাকে প্রাণী বা মানুষের ছবি আছে সেগুলো পরিধান করাও নাজায়েয। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, নিশ্চয় যে বাড়ীতে ছবি আছে সে বাড়ীতে ফেরেশতারা প্রবেশ করে না। এ কারণে আমরা স্মৃতি হিসেবে ছবি রাখাকে জায়েয মনে করি না এবং যার কাছে স্মৃতিমূলক কোন ছবি আছে সেটা দেয়ালে টানানো থাকুক কিংবা অ্যালবামে থাকুক কিংবা অন্য কোথাও থাকুক; সেগুলো নষ্ট করে ফেলা আবশ্যকীয়। কেননা এ ছবিগুলো অবশিষ্ট রাখার দাবী হচ্ছে বাড়ীতে ফেরেশতাদের প্রবেশ থেকে বাড়ীর অধিবাসীরা বঞ্চিত হওয়া। আপনি যে হাদিসটির দিকে ইশারা করেছেন সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সহিহ সাব্যস্ত হয়েছে।
আল্লাহ্ই সর্বজ্ঞ।
রেফারেন্স: শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উছাইমীনের ফতোয়া থেকে, আদ-দাওয়া ম্যাগাজিন, সংখ্যা-৫৪/১৭৬৫ এবং ইসলাম কিউএ. ইনফো, ফতোয়া নং ১০৪৩৯
আল্লাহ্ই সর্বজ্ঞ।
রেফারেন্স: শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উছাইমীনের ফতোয়া থেকে, আদ-দাওয়া ম্যাগাজিন, সংখ্যা-৫৪/১৭৬৫ এবং ইসলাম কিউএ. ইনফো, ফতোয়া নং ১০৪৩৯