- Joined
- Jan 3, 2023
- Threads
- 700
- Comments
- 845
- Reactions
- 7,436
- Thread Author
- #1
হারিসা ইবনু ওয়াহাব খুযায়ি (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
“আমি কি তোমাদেরকে জাহান্নামি লোকদের পরিচয় জানিয়ে দেবো না? (তারা হলো)
১. প্রত্যেক কর্কশ ও অশ্লীল স্বভাব,
২. খারাপ চরিত্রের অধিকারী এবং
৩. অহংকারী মানুষজন।”
— বুখারী : ৪৯১৮
“আমি কি তোমাদেরকে জাহান্নামি লোকদের পরিচয় জানিয়ে দেবো না? (তারা হলো)
১. প্রত্যেক কর্কশ ও অশ্লীল স্বভাব,
২. খারাপ চরিত্রের অধিকারী এবং
৩. অহংকারী মানুষজন।”
— বুখারী : ৪৯১৮