১. "তাদের কুকুর ছিল সামনের পা দ্বয় গুহার প্রবেশমুখে প্রসারিত অবস্থায়" (সূরা কাহফ,আয়াত ১৮)
২." তারা বলবে: তারা ছিল ৩ জন আর চতুর্থটি ছিল তাদের কুকুর।" (সূরা কাহফ,আয়াত ২২)
৩. "তারা একথাও বলবে:তারা ছিল ৫ জন। আর তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর।" (সূরা কাহফ,আয়াত ২২)
৪."আরও বলবে: তারা ছিল ৭ জন। আর অষ্টমটি ছিল তাদের কুকুর।"(সূরা কাহফ,আয়াত ২২)
ইমাম কুরতুবী বলেন: একটা কুকুরই যদি ভালো লোকদের সঙ্গী হওয়ায় এতো উচ্চপর্যায়ে যেতে পারে, যার দরুন স্বয়ং আল্লাহ জাল্লা ওয়া 'আলা তাঁর কিতাবে তা উল্লেখ করেছেন, তাহলে ঐসকল তাওহীদবাদী মুমিনদের ব্যাপারে তোমাদের ধারণা কি যাঁরা সৎ লোকদের সংস্পর্শে থাকে, তাদেরকে ভালোবাসে? বরং এতে রয়েছে ঐ সকল মুমিনদের জন্য সান্ত্বনা, যাঁরা চারিত্রিক উৎকর্ষতার পূর্ণতায় পৌঁছাতে পারে নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসে।
২." তারা বলবে: তারা ছিল ৩ জন আর চতুর্থটি ছিল তাদের কুকুর।" (সূরা কাহফ,আয়াত ২২)
৩. "তারা একথাও বলবে:তারা ছিল ৫ জন। আর তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর।" (সূরা কাহফ,আয়াত ২২)
৪."আরও বলবে: তারা ছিল ৭ জন। আর অষ্টমটি ছিল তাদের কুকুর।"(সূরা কাহফ,আয়াত ২২)
ইমাম কুরতুবী বলেন: একটা কুকুরই যদি ভালো লোকদের সঙ্গী হওয়ায় এতো উচ্চপর্যায়ে যেতে পারে, যার দরুন স্বয়ং আল্লাহ জাল্লা ওয়া 'আলা তাঁর কিতাবে তা উল্লেখ করেছেন, তাহলে ঐসকল তাওহীদবাদী মুমিনদের ব্যাপারে তোমাদের ধারণা কি যাঁরা সৎ লোকদের সংস্পর্শে থাকে, তাদেরকে ভালোবাসে? বরং এতে রয়েছে ঐ সকল মুমিনদের জন্য সান্ত্বনা, যাঁরা চারিত্রিক উৎকর্ষতার পূর্ণতায় পৌঁছাতে পারে নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসে।
তাফসিরে কুরতুবী, ১০/৩৭১