জবাব: কিছু হাদীসে মেহেদি দিয়ে চিকিৎসা করতে উদ্বুদ্ধ করা হয়েছে। তাই কোনো পুরুষ যদি চিকিৎসার জন্য মেহেদি দিয়ে পা রাঙায় তাহলে তা জায়েয। অন্যথা তা নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা বলে গণ্য হবে।
– তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১৬/৫৮৩
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন: ৪৬৮; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
– তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১৬/৫৮৩
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন: ৪৬৮; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স