Inquisitive
Q&A Master
Salafi User
- Joined
- Feb 23, 2023
- Threads
- 367
- Comments
- 419
- Reactions
- 2,162
- Thread Author
- #1
প্রশ্ন: বোন ধার্মিক আলহামদুলিল্লাহ। কিন্তু তারা প্রায়ই প্রতিবেশীর সাথে কথা বলার সময় গীবত করে ফেলেন। অনেক সময় তারা বুঝতেও পারেন না যে ওটা গীবত হয়ে যাচ্ছে বরং বোঝাতে গেলেও রাগ করেন ও কষ্ট পান। এমতাবস্থায় তাদের সুন্দরভাবে কিভাবে এ বিষয়ে বোঝানো যায় যেন তারা কষ্টও না পান এবং বুঝতেও পারেন?
উত্তর: গীবত বা অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা হারাম হওয়ার বিষয়টি একান্ত একাকী অবস্থায় তার সম্মান বজায় রেখে সুন্দর ভাষায় বলবেন। এ ব্যাপারে আয়াত ও হাদীসগুলো তার নিকট পেশ করবেন।
তবে সাবধান! মানুষের সামনে তাকে নসীহত করতে যাবেন না। কারণ এটাকে সে আত্মমর্যাদায় আঘাত হিসেবে মনে করতে পারে। একাকী থাকা অবস্থায় ভালো পরিবেশে এ ব্যাপারে তাকে কথা বলতে পারেন। তাহলে আল্লাহ যদি তার অন্তরে হেদায়েত দেন তাহলে নিশ্চয় এতে উপকার হবে।
সেই সাথে এই হারাম কাজ থেকে আল্লাহ যেন তাকে ফিরিয়ে আনেন সে জন্য মহান রবের নিকট দুআ করবেন। কারণ তিনিই হেদায়েতের মালিক।
আমাদের দায়িত্ব কেবল ইসলামের বিধানটা মানুষের নিকট পৌঁছিয়ে দেয়া। গ্রহণ করা বা না করা- তার দায়িত্ব।
আপনি ‘দাওয়াহ ইলাল্লাহ’র দায়িত্ব পালন করবেন। এতে আপনি বিশাল সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ- চাই দাওয়াতকৃত ব্যক্তি আপনার দাওয়াত গ্রহন করুক অথবা প্রত্যাখ্যান করুক।
আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
আল্লাহু আলাম
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
উত্তর: গীবত বা অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা হারাম হওয়ার বিষয়টি একান্ত একাকী অবস্থায় তার সম্মান বজায় রেখে সুন্দর ভাষায় বলবেন। এ ব্যাপারে আয়াত ও হাদীসগুলো তার নিকট পেশ করবেন।
তবে সাবধান! মানুষের সামনে তাকে নসীহত করতে যাবেন না। কারণ এটাকে সে আত্মমর্যাদায় আঘাত হিসেবে মনে করতে পারে। একাকী থাকা অবস্থায় ভালো পরিবেশে এ ব্যাপারে তাকে কথা বলতে পারেন। তাহলে আল্লাহ যদি তার অন্তরে হেদায়েত দেন তাহলে নিশ্চয় এতে উপকার হবে।
সেই সাথে এই হারাম কাজ থেকে আল্লাহ যেন তাকে ফিরিয়ে আনেন সে জন্য মহান রবের নিকট দুআ করবেন। কারণ তিনিই হেদায়েতের মালিক।
আমাদের দায়িত্ব কেবল ইসলামের বিধানটা মানুষের নিকট পৌঁছিয়ে দেয়া। গ্রহণ করা বা না করা- তার দায়িত্ব।
আপনি ‘দাওয়াহ ইলাল্লাহ’র দায়িত্ব পালন করবেন। এতে আপনি বিশাল সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ- চাই দাওয়াতকৃত ব্যক্তি আপনার দাওয়াত গ্রহন করুক অথবা প্রত্যাখ্যান করুক।
আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
আল্লাহু আলাম
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল