fazlul haque
Member
- Joined
- Mar 16, 2023
- Threads
- 5
- Comments
- 6
- Reactions
- 19
- Thread Author
- #1
কুরবানীকে আরবী ভাষায় উদহিয়া বলা হয়। উদহিয়া- যা ঈদের দিনগুলোতে চতুষ্পদ জন্তু (উট, গরু, ভেড়া) এ জাতীয় পশু আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে যবাহ করা হয়।
আর দাহওয়া অর্থ হলো, সূর্য উপরের দিকে উঠা। আর কুরবানী করার সময় তখনই শুরু হয় যখন সূর্য উপরের দিকে উঠা শুরু হয়।
হিজরী দ্বিতীয় সালে কুরবানীর প্রচলন উম্মতে মুহাম্মাদীর জন্য শুরু হয়। আর এটি ইসলামের প্রতীক। যা কুরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত।
আল্লাহ তায়ালা এরশাদ করেন: অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী
করুন। (সূরা কাওসার: ২)
মহান আল্লাহ অন্যত্র বলেন: আমি প্রত্যেক উম্মতের জন্যে কুরবানী নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু যবাহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। (সূরা হাজ্জ: ৩৪)
কুরবানী বিষয়ে রাসূল (সা.)-এর কথা ও ব্যক্তিগত আমল এবং উম্মতদের মধ্যে এর প্রচলন বিদ্যমান রয়েছে।
আর দাহওয়া অর্থ হলো, সূর্য উপরের দিকে উঠা। আর কুরবানী করার সময় তখনই শুরু হয় যখন সূর্য উপরের দিকে উঠা শুরু হয়।
হিজরী দ্বিতীয় সালে কুরবানীর প্রচলন উম্মতে মুহাম্মাদীর জন্য শুরু হয়। আর এটি ইসলামের প্রতীক। যা কুরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত।
আল্লাহ তায়ালা এরশাদ করেন: অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী
করুন। (সূরা কাওসার: ২)
মহান আল্লাহ অন্যত্র বলেন: আমি প্রত্যেক উম্মতের জন্যে কুরবানী নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু যবাহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। (সূরা হাজ্জ: ৩৪)
কুরবানী বিষয়ে রাসূল (সা.)-এর কথা ও ব্যক্তিগত আমল এবং উম্মতদের মধ্যে এর প্রচলন বিদ্যমান রয়েছে।
কুরবানী বিষয়ক ৬৭টি মাসয়ালা PDF থেকে
Last edited: