উত্তর : পরের রাক‘আত একাকী পড়ে নিবে। মাসবূক্ব (অর্থাৎ রাক‘আত ছুটে যাওয়া ব্যক্তি) ইমামের সাথে ছালাতের যতটুকু পাবে, ততটুকু তার প্রথম হিসাবে গণ্য হবে। আর ইমামের সালাম ফিরানোর পর যতটুকু সে একাকী আদায় করবে, সেটি তার ছালাতের শেষ অংশ হিসাবে বিবেচিত হবে (আল-মাজমূঊ লিন-নাবাবী, ৪/৪২০ পৃ.)। নবী (ﷺ) বলেন, ‘যখন তোমরা ইক্বামত শুনতে পাবে, তখন ছালাতের দিকে ধাবিত হবে, তোমাদের উচিত ধীরস্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাবে তা আদায় করবে, আর যতটুকু ছুটে যাবে তা পূর্ণ করে নেবে’ (ছহীহ বুখারী, হা/৬৩৬, ৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২)। ‘সম্পূর্ণ করবে’ কথাটির অর্থ হল পূর্ণ করে নেবে, যেমনটি ব্যাখ্যা করা হয়েছে (ফাৎহুল বারী, ২/১১৮ পৃ.)। এর অর্থ দাঁড়ায় মাসবূক্ব (অর্থাৎ রাক‘আত ছুটে যাওয়া ব্যক্তি) ইমামের সাথে ছালাতের যতটুকু পাবে, ততটুকু তার প্রথম হিসাবে গণ্য হবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৪৯০৩৭)। এক্ষেত্রে ফরয ছালাত অথবা ঈদের ছালাত অথবা বৃষ্টি প্রার্থনার ছালাত অথবা অন্য কোন ছালাতের মধ্যে কোন পার্থক্য নেই।
--- মাসিক আল ইখলাস, নভেম্বর ২০২৩