Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 786
- Comments
- 941
- Reactions
- 8,267
- Thread Author
- #1
উত্তর : তিনি অন্যদিন এই সিয়াম পালন করবেন। তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ। তিনি যথাসম্ভব সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবেন। যদি এমন হয় যে, পরবর্তী সময়ে তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন, এ ক্ষেত্রে তিনি সুস্থ হলে যে কয়টি সিয়াম ভেঙেছেন, সে কয়টি সিয়াম পালন করবেন।
যদি এমন হয় যে, তাঁর অবস্থা থেকে এটা বোঝা যায়, তিনি পরে পরিপূর্ণ সুস্থ হবেন না, আর সুস্থ হলেও তাঁর অসুস্থতা থেকেই যাবে এবং সিয়াম পালন করার মতো শারীরিক সামর্থ্য তাঁর হবে না, এ ক্ষেত্রে তিনি ফিদিয়া দেবেন। প্রতিটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। এই ফিদিয়া তিনি আদায় করে দেবেন, তাহলে তাঁর পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যাবে।
[উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ (অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কী?)]
যদি এমন হয় যে, তাঁর অবস্থা থেকে এটা বোঝা যায়, তিনি পরে পরিপূর্ণ সুস্থ হবেন না, আর সুস্থ হলেও তাঁর অসুস্থতা থেকেই যাবে এবং সিয়াম পালন করার মতো শারীরিক সামর্থ্য তাঁর হবে না, এ ক্ষেত্রে তিনি ফিদিয়া দেবেন। প্রতিটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। এই ফিদিয়া তিনি আদায় করে দেবেন, তাহলে তাঁর পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যাবে।
[উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ (অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কী?)]