- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,944
- Thread Author
- #1
ফিকহুস সুন্নাহ'র লেখক সাইয়্যিদ সাবিক ঈদের তাকবীরগুলোতে হাত উত্তোলন করা সুন্নাত বললে তার জবাবে আমি [আলবানী] বলব, সঠিক কথা হচ্ছে, হাত উত্তোলন করা সুন্নাত নয়। কারণ, তা নবী ﷺ থেকে প্রমাণিত নয়। উমার ও আবদুল্লাহ ইবন উমার থেকে হাত উত্তোলনের কথা বর্ণিত হলেও তাকে সুন্নাত গণ্য করা যায় না। স্বয়ং লেখক সাইয়্যিদ সাবিক জানাযার তাকবীরের ক্ষেত্রে আমাদের মতোই কথা বলেছেন। আমাদের মতোই তিনি দলিল পেশ করেছেন। অথচ আবদুল্লাহ ইবন উমার রাদিআল্লাহু আনহু থেকে সহীহ সনদে বর্ণিত হয়েছে, তিনি জানাযায় হাত উত্তোলন করতেন। ঈদের সালাতে হাত উত্তোলনের কারণে তা যদি সুন্নাত হয় তবে জানাযায় ক্ষেত্রেও হাত উত্তোলন করাকে সুন্নাত বলুন; অন্যথা বলুন, ঈদ ও জানাযায় কোনোটাতেই হাত উত্তোলন করা শরীআতসম্মত নয়। শরীআতসম্মত নয়, এটাই হক ও সঠিক; বিশেষ করে যখন এ ব্যাপারে উমার ও আবদুল্লাহ ইবন উমারের বর্ণনা সহীহ নয়।
উমারের হাদীস বাইহাকী দুর্বল সনদে বর্ণনা করেছেন। আর আবদুল্লাহ ইবন উমারের হাদীস এখনো পাইনি। ইমাম মালিক বলেছেন, আমি এ ব্যাপারে কোনো কিছুই শুনিনি। (তামামুল মিন্নাহ, ৩৪৮)
- 'ফাতাওয়ায়ে আলবানী' থেকে; প্রকাশনায়: বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
উমারের হাদীস বাইহাকী দুর্বল সনদে বর্ণনা করেছেন। আর আবদুল্লাহ ইবন উমারের হাদীস এখনো পাইনি। ইমাম মালিক বলেছেন, আমি এ ব্যাপারে কোনো কিছুই শুনিনি। (তামামুল মিন্নাহ, ৩৪৮)
- 'ফাতাওয়ায়ে আলবানী' থেকে; প্রকাশনায়: বিলিভার্স ভিশন পাবলিকেশন্স