- Joined
- Jan 3, 2023
- Threads
- 773
- Comments
- 923
- Reactions
- 8,150
- Thread Author
- #1
সাহাবী আমর বিন আবাসাহ (রাদিআল্লাহু আনহু) রাসূল (ﷺ)- কে জিজ্ঞেস করেন, ইসলাম কি?
তিনি (ﷺ) বললেন, ‘মিষ্ট কথা ও খাদ্য দান’। — আহমাদ : ১৯৪৫৪, ৪/৩৮৫; মিশকাত : ৪৬; সিলসিলাহ সহীহা : ৫৫১
ব্যাখ্যা :
এখানে 'ইসলাম কি' বলতে ইসলামের নিদর্শন, তার গুরুত্বপূর্ণ শাখা অথবা পূর্ণ ইসলামের পরিচয় কি, সেকথা জানতে চাওয়া হয়েছে। জবাবে এখানে ইসলামের স্বাভাবিক সৌন্দর্য প্রকাশক দু'টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এক- মুসলমানের যবান হবে মিষ্ট। তিক্ত ও কর্কশভাষা ব্যবহার ইসলামে কাম্য নয়। ধনী-গরীব সকল মুমিনের এটা হবে স্বাভাবিক সৌন্দর্যমণ্ডিত নিদর্শন। এর দ্বারা ইসলামী সমাজের সদস্যগণের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় হবে। দ্বিতীয় বিষয়টি হল 'খাদ্য দান'। অভুক্ত ও ক্ষুধার্ত ব্যক্তিকে চাওয়ার সাথে সাথে অথবা না চাইতে খাওয়ানোর মধ্যে নেকী বেশী। এতদ্ব্যতীত পরস্পরকে দাওয়াত করে খাওয়ানো বা সাক্ষাৎ হলেই হালকা কিছু খাওয়ানো মুসলিম ভ্রাতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।
— দরসে হাদীছ (সিরিজ - ১), শাইখ ড. আসাদুল্লাহ আল গালিব (আমীর, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ); হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
তিনি (ﷺ) বললেন, ‘মিষ্ট কথা ও খাদ্য দান’। — আহমাদ : ১৯৪৫৪, ৪/৩৮৫; মিশকাত : ৪৬; সিলসিলাহ সহীহা : ৫৫১
ব্যাখ্যা :
এখানে 'ইসলাম কি' বলতে ইসলামের নিদর্শন, তার গুরুত্বপূর্ণ শাখা অথবা পূর্ণ ইসলামের পরিচয় কি, সেকথা জানতে চাওয়া হয়েছে। জবাবে এখানে ইসলামের স্বাভাবিক সৌন্দর্য প্রকাশক দু'টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এক- মুসলমানের যবান হবে মিষ্ট। তিক্ত ও কর্কশভাষা ব্যবহার ইসলামে কাম্য নয়। ধনী-গরীব সকল মুমিনের এটা হবে স্বাভাবিক সৌন্দর্যমণ্ডিত নিদর্শন। এর দ্বারা ইসলামী সমাজের সদস্যগণের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় হবে। দ্বিতীয় বিষয়টি হল 'খাদ্য দান'। অভুক্ত ও ক্ষুধার্ত ব্যক্তিকে চাওয়ার সাথে সাথে অথবা না চাইতে খাওয়ানোর মধ্যে নেকী বেশী। এতদ্ব্যতীত পরস্পরকে দাওয়াত করে খাওয়ানো বা সাক্ষাৎ হলেই হালকা কিছু খাওয়ানো মুসলিম ভ্রাতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।
— দরসে হাদীছ (সিরিজ - ১), শাইখ ড. আসাদুল্লাহ আল গালিব (আমীর, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ); হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Last edited: