অনেকে কারো রূপের প্রশংসা করতে গিয়ে আবেগের আতিশয্যে বলে ফেলে, ‘আল্লাহ তোমাকে তাঁর নিজ হাতে এমন নিখুঁত করে বানিয়েছেন।’ অনেকে তো আবার এক কাঠি সরের হয়ে বলে, 'আল্লাহ তোমাকে অনেক ভেবে চিন্তে সময় নিয়ে সৃষ্টি করেছেন'। উভয় উক্তির কোনোটাই সঠিক নয়; বরং ইসলামি বিশ্বাস পরিপন্থী। আল্লাহ তা'আলা চারটি বস্তু ছাড়া নিজ হাতে সৃষ্টি করেননি। বিখ্যাত সাহাবী ইবন উমার রাদিআল্লাহু আনহু বলেন, আল্লাহ তা'আলা চারটি বস্তু নিজ হাতে সৃষ্টি করেছেন:
১. আরশ, ২. কলম, ৩. জান্নাতে আদন, ৪. আদম। এরপর সকল সৃষ্টির ক্ষেত্রে বলেন, শুধু 'হও'। ফলে তারা সৃষ্টি হয়ে যায়। [ইতিকাদু আহলিস সুন্নাহ, নং ৭৩০; নাকযুদ দারিমী, ১/২৬১; আজুররী, আশ-শারিআহ, নং, ৭৫০; সনদ সহীহ]
অতএব, প্রমাণিত হয়, আল্লাহ তাআলা উল্লিখিত চারটি সৃষ্টি ছাড়া কোনো সৃষ্টিকে নিজ হাতে সৃজন করেননি; বরং সকল সৃষ্টিকে তার ‘হও’ আদেশের মাধ্যমে সৃজন করেছেন। তাছাড়া কোনো কিছু সৃষ্টি করার জন্য তাঁর দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। তিনি ‘হও’ বললেই সাথে সাথে তা হয়ে যায়। তাই আল্লাহর ক্ষেত্রে এমন বলা বা চিন্তা করা ঈমান পরিপন্থি কাজ। এর মাধ্যমে ঈমান খুইয়ে ফেলার প্রবল আশঙ্কা রয়েছে।
--- বই: যেসব কথা বলতে মানা, লেখক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী
১. আরশ, ২. কলম, ৩. জান্নাতে আদন, ৪. আদম। এরপর সকল সৃষ্টির ক্ষেত্রে বলেন, শুধু 'হও'। ফলে তারা সৃষ্টি হয়ে যায়। [ইতিকাদু আহলিস সুন্নাহ, নং ৭৩০; নাকযুদ দারিমী, ১/২৬১; আজুররী, আশ-শারিআহ, নং, ৭৫০; সনদ সহীহ]
অতএব, প্রমাণিত হয়, আল্লাহ তাআলা উল্লিখিত চারটি সৃষ্টি ছাড়া কোনো সৃষ্টিকে নিজ হাতে সৃজন করেননি; বরং সকল সৃষ্টিকে তার ‘হও’ আদেশের মাধ্যমে সৃজন করেছেন। তাছাড়া কোনো কিছু সৃষ্টি করার জন্য তাঁর দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। তিনি ‘হও’ বললেই সাথে সাথে তা হয়ে যায়। তাই আল্লাহর ক্ষেত্রে এমন বলা বা চিন্তা করা ঈমান পরিপন্থি কাজ। এর মাধ্যমে ঈমান খুইয়ে ফেলার প্রবল আশঙ্কা রয়েছে।
--- বই: যেসব কথা বলতে মানা, লেখক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী
Last edited: