আল্লাহর সঙ্গ কাউকে বিষাদগ্রস্থ করে না

  • Thread Author
প্রসিদ্ধ আছে, একদিন ইমাম হাসান আল-বাসরি লোকালয় ত্যাগ করে নির্জনবাস করছিলেন। এ সময় জনৈক ব্যক্তি এসে বলেন, আবু সাঈদ! আল্লাহ আপনাকে সংশোধন করুন। আমরা আশঙ্কা করছি, এই নির্জনবাস আপনাকে বিষাদগ্রস্ত করে ফেলবে। উত্তরে হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ বলেন, প্রিয় বৎস! আল্লাহর সঙ্গে একাকী সময় যাপন করে কেউ কখনো বিষাদগ্রস্ত হয় না।

– কিতাবু আদাবিল হাসান বাসরি ওয়া যুহদিহি ওয়া মাওয়ায়িযিহি লি ইবনিল জাওযি, পৃ: ২৬
 
Similar threads Most view View more
Back
Top