কাহিনি ইমাম ইবনুল মুবারাকের আল্লাহর পথে ফিরে আসা

  • Thread Author
যুবক বয়সে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রাহিমাহুল্লাহ) একটি মেয়ের প্রেমে পড়েন। মেয়েটিও তাকে হৃদয় উজাড় করে ভালোবাসে। দিনদিন তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে থাকে। সীমাহীন অস্থিরতার মধ্য দিয়ে তাদের দিনগুলো কেটে যায়। এরই মাঝে শীতের এক রাতে তারা পত্রবিনিময় করে। রাত জেগে নিজেদের প্রেমানুভূতি ব্যক্ত করতে শুরু করে; মনের না-বলা কথাগুলো লেখনীতে ফুটিয়ে তোলে। দুজন যখন গভীর ভাবাবেগে হারিয়ে যায়, ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে আসে আযানের সুমধুর সুর-'আল্লাহু আকবার, আল্লাহু আকবার...'

রবের পক্ষ থেকে আসা শাশ্বত সত্যের আহ্বানে দুজনের হৃদয় সহসাই কেঁপে ওঠে। পাপে নিমজ্জিত অন্তরে শিহরন জাগে। সঙ্গে সঙ্গে তারা খাঁটি মনে তাওবা করে ফিরে আসেন আল্লাহর পথে।

– কুনুযুল আউলিয়া, পৃষ্ঠা: ৮৪
 
Similar threads Most view View more
Back
Top