ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ)'র পকেটে সর্বদা একটা কাগজের টুকরা রাখতেন। যা তিনি বারবার দেখতেন আবার পকেটে ঢুকিয়ে রাখতেন। একদিন কাগজটি পকেট থেকে নিচে পড়ে গেলো। লোকজন সেটা উঠিয়ে দেখে সেখানে লিখা ছিলো :
“হে সুফিয়ান! মনে রেখো, আল্লাহর সামনে তোমাকেও দাঁড়াতে হবে।”
– সিয়ারুস সালফে সালেহীন : ১০০৬
“হে সুফিয়ান! মনে রেখো, আল্লাহর সামনে তোমাকেও দাঁড়াতে হবে।”
– সিয়ারুস সালফে সালেহীন : ১০০৬
Last edited: