আমি বৈজ্ঞানিকভাবে ইসলামকে জানতে চাই।

Joined
Dec 7, 2023
Threads
3
Comments
6
Reactions
39
আপনি কি আমাকে এরকম কয়েকটি বইয়ের নাম মেনশন করতে পারেন যেগুলো পড়ে আমি উপকৃত হতে পারব। অর্থাৎ আমি যেনো আমার মন মানসিকতা কে আল্লাহর রহমতের দিকে ধাবিত করার চেষ্টা করতে পারি।
 
ইসলাম ও বিজ্ঞান নিয়ে অনেক বই পাওয়া যায়। এই ফোরামেউ কয়েকটি আছে কিন্তু খুঁজে নিতে হবে। আর সবচেয়ে বড় বিজ্ঞান হল আল কুরআন। ১৪০০ বছর পার হয়ে গেছে একজন উম্মী নবীর মাধ্যমে তা নাযিল হয়েছে যে কিনা গদ্য কবিতা সাহিত্য সংস্কৃতি কিছুই লিখতে পারতেন না পড়তে পারতেন না সেই প্রিয় ব্যক্তিত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ পৌঁছিয়েছেন কিন্তু শুরু - শেষ কত ভাষা পন্ডিত কত কত বিজ্ঞ কবি গত হয়েছে কেউ একটি কুরআন এর মতো কোন গ্রন্থ করতে পারেনি এমনকি কাফের মুশরিকরা কুরআনের এই মনগড়া ভুল কুরআনের ঐ মনগড়া ভুল ধরছে কিন্তু একটি কুরআন তৈরি করতে পারছেনা আল্লহু আকবার। এর চেয়ে বড় বৈজ্ঞানিক বিষয় আর কিইবা হতে পারে। কুরআন একজন মানুষের মনকে প্রশান্ত করে । আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি আমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য।সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। এই লিংকে কিছু ইসলাম ও বিজ্ঞান নিয়ে বই Best Bangla ইসলাম ও বিজ্ঞান PDF Collection - Bangla eBooks
 
Back
Top