কাহিনি আমি জানি না - শাইখ উসাইমিন (রাহি.)

  • Thread Author
শায়েখ মুহাম্মাদ আল-শারাফি বর্ণনা করেন, "একদা একজন ভাই, যার নাম আব্দুস সামাদ, শায়েখের একটি তাফসীরের দারসে প্রশ্ন করেন," শায়েখ আল্লাহ আপনাকে রক্ষা করুন এবং হেফাজত করুন, আমরা কুরআনে দেখতে পাই যে, আল্লাহ কানের কথা এক বচনে বলছেন এবং চোখের কথা বহু বচনে, যেমন তিনি (সুবহানা ওয়া তা'আলা) বলেন, "

এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ; আর আমারা তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়। এটা কি কারণে?

সুতরাং, শায়েখ কয়েক মুহূর্ত এটি নিয়ে ভাবলেন এবং আমরা তার উত্তরটি লেখে নেয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তার উত্তরটি আমাদের ধারণার চেয়ে অধিক উত্তম ছিলো, শায়েখ উত্তরে বল্লেন, " আমি জানি না।" আল্লাহর কসম! সেই সন্ধ্যায় তিনি আমাদের এর চেয়ে বেশি উপকারি কোন বিষয় শিক্ষা দেননি।

 
Similar threads Most view View more
Back
Top