‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

পোশাক, সাজসজ্জা ও ছবি আমার স্বামী আমাকে পর্দা করতে বাধা দেয়, এমতাবস্থায় আমার করণীয় কী?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,544
Credits
2,602
স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে দেয়া স্বামীর দায়িত্ব। তাকে বেপর্দার দিকে ঠেলে দেয়া স্বামীর কাপুরষতার পরিচয়। অনেকেই বন্ধু-বান্ধবের সামনে নিজ স্ত্রীকে দেখা সাক্ষাৎ করার জন্য নিয়ে যায়। যা বৈধ নয়। কেননা শরী‘আতে পরিবারসহ জাহান্নামের আগুন থেকে বাঁচার তাকীদ প্রদান করা হয়েছে (সূরা আত-তাহরীম : ৬)।

আর স্ত্রীর উপর স্বামীর আনুগত্য করা ওয়াজিব। কিন্তু গুনাহের ব্যাপারে তার আনুগত্য বৈধ নয়।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِيْ مَعْصِيَةِ الْخَالِقِ​

‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য চলবে না’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৩৮১; মিশকাত, হা/৩৬৯৬; সনদ সহীহ, সহীহুল জামে‘, হা/৭৫২০)।

অতএব বেপর্দা হওয়ার ব্যপারে স্বামীর আনুগত্য করা যাবে না।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
COMMENTS ARE BELOW

Share this page