পারিবারিক ফিকাহ আমার বাবার সম্পদ কি আমার চাচাতো ভাই দাবি করতে পারেন?

    Nobody is reading this thread right now.
Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,145
প্রশ্ন: আমার একমাত্র ভাই মারা গেছে। তার একটি ছেলে আর একটা মেয়ে আছে। আর আমরা ২ বোন। এখন আমার ভাইয়ের যেহেতু ছেলে আছে তাই আমার বাবার সম্পদ কি আমার চাচাতো ভাই দাবি করতে পারেন?

উত্তর: আপনার বাবা মারা গেলে তার পরিত্যক্ত সম্পদকে মোট ৯ ভাগে ভাগ করতে হবে:
  • দু মেয়ে (আপনারা দু বোন) পাবেন= ৬ ভাগ (প্রত্যেকেই ৩ ভাগ করে)
  • নাতি (আপনার ভাইয়ের ছেলে) পাবে= ২ ভাগ
  • নাতনি (আপনার ভাইয়ের মেয়ে) পাবে=১ ভাগ
= মোট: ৬+২+১=৯
(আপনার বাবার ভাইয়ের ছেলেরা (আপনার চাচাতো ভাইয়েরা) কিছু পাবে না)।

والله اعلم

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
 
Similar threads Most view View more
Back
Top