প্রবন্ধ আবু হানীফার রায়(ফতোয়া) যে প্রচার করবে তার ব‌উ তালাক এবং তার হজ্জ বাতিল।

    Nobody is reading this thread right now.
Joined
Jun 12, 2024
Threads
160
Comments
239
Solutions
1
Reactions
1,624
আবু হানীফার রায়(ফতোয়া) যে প্রচার করবে তার ব‌উ তালাক এবং তার হজ্জ বাতিল।

حدثني الأزهري أخبرنا محمد بن العباس قال حدثنا عبد الله بن إسحاق المدائني حدثنا احمد بن موسى الحزامي حدثنا هدبة وهو بن عبد الوهاب حدثنا أبو إسحاق الطالقاني قال سمعت عبد الله بن المبارك يقول من كان عنده كتاب حيل أبي حنيفة يستعمله أو يفتي به فقد بطل حجه وبانت منه امرأته فقال مولى بن المبارك يا أبا عبد الرحمن ما أدري وضع كتاب الحيل إلا شيطان فقال بن المبارك الذي وضع كتاب الحيل أشر من الشيطان

আবু ইসহাক আল-তালেকানি রহ বলেন: আমি আবদুল্লাহ বিন আল-মুবারক রহ,কে বলতে শুনেছি: যে কারো কাছে (আবু হানিফার) কিতাব "কিতাবুল হিয়াল" থাকবে এবং এই কিতাবটি থেকে দলিল গ্ৰহন করবে এবং এর মাধ্যে যা আছে প্রচার করবে, তার হজ্জ বাতিল হয়ে যাবে এবং তার স্ত্রী তার জন্য হারাম যাবে । তখন ইবনে আল-মুবারকের দাস বলল: হে আবু আব্দুর রহমান আমি মনে করি যে বইটি লিখেছে সে শয়তান। ইবনে আল-মুবারক উত্তর দিলেন: যে বইটি লিখেছে সে শয়তানের চেয়েও(নিকৃষ্ট) খারাপ।[ তারিখে বাগদাদ খন্ড ১৫ পৃষ্ঠা ৫৫৬]

সনদ সহীহ।
 

Attachments

  • FB_IMG_1737564764123.jpg
    FB_IMG_1737564764123.jpg
    38.5 KB · Views: 10
  • FB_IMG_1737564768159.jpg
    FB_IMG_1737564768159.jpg
    67.8 KB · Views: 8
এই গুলো ঠিক নয়।
ওনার অনেক ভুল ছিলো কিন্তু কেইতো অনাকে তাকফির করে নাই
এগুলো সঠিক দলিল দ্বারা প্রমাণিত | অনেকেই বলেছে | বিশ্বস্ত আলেম থেকে জেনে বলছি |

হানাফিরা খুবই খুবই বাজেভাবে আহলে হাদিসদের গালিগালাজ করে তাই তাদেরকে সঠিকভাবে দলিল ভিত্তিকভাবে জবাব দেওয়া হয় | তাদের ইমামের ব্যাপারে অন্যান্য আলেমদের মতামত | ইমাম আবু হানিফাকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করি মানুষ হিসেবে ওনার ভুল হতে পারে এটাও ঠিক | উনি আহলে হাদিস আলেম ছিলেন | ইনশাআল্লাহ আল্লাহ উনাকে ক্ষমা করবেন কিন্তু এ বিষয়গুলো উপস্থাপন করতে বাধ্য হই তখনই যখন তারা খুব বেশি গালিগালাজ করে | তারা বলে তাদের ইমাম অনেক বড় কোরআন হাদিসের উপর ইমামকে অবস্থান দেয় | তাই এসব বিষয় দেখিয়ে খন্ডন করতে হয় অন্ততপক্ষে ব্যাপারটা বুঝতে পারে | মানুষেরও ভুল হয় | আর যদি তারা বুঝতে পারে তাহলে ব্যক্তি পূজা বাদ দিয়ে কোরআন হাদিস কে সবার উপরে প্রাধান্য দেবে |


একমাত্র নির্ভুল ছিলেন আমাদের নবী সা যার সব কথা মানা যায় | কিন্তু কোন উম্মতের নয় | এটা তারা বুঝতে পারবে |


| আশা করি বুঝতে পেরেছেন | এই রদ্দে হানাফিয়াত ক্যাটাগরিতে অবশ্যই রদ থাকবে | তাই নয় কি ?

আমি যা বলছি সবগুলো দলিল উল্লেখ করে বলছি | সবগুলো সহি ভাবে প্রমাণিত | প্রমাণ দিয়ে দিয়েছি |
 
Back
Top