প্রবন্ধ আবু হানিফার হাদিসবিরোধী ফতোয়া ও এর ভয়াবহ পরিনাম।

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,044
ইমাম বিশর ইবনে সারী (রহ.) একদিন ইমাম আবু আওয়ানা (রহ.) এর কাছে এসে বললেন,

"আমি শুনেছি যে আপনার নিকটে আবু হানিফার একটি বই আছে যা তিনি লিখেছেন?" আবু আওয়ানা (রহ.) বললেন,"ছেলে, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো।"

এরপর তিনি তাঁর একটি বাক্সের কাছে এগিয়ে গেলেন এবং একটি বই বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। ইমাম বিশর ইবনে সারী (রহ.) জিজ্ঞেস করলেন,"আপনি এটা কেন করলেন?"

জবাবে আবু আওয়ানা (রহ.) বললেন,"আমি একবার আবু হানিফার কাছে বসে ছিলাম। তখন সুলতানের পক্ষ থেকে একজন দূত দ্রুত গতিতে এসে বললেন, এক ব্যক্তি ফল চুরি করেছে।

তার বিষয়ে আপনার মতামত কী?" আবু হানিফা বললেন,"যদি চুরি করা জিনিসের মূল্য দশ দিরহাম হয়; তাহলে তার হাত কেটে ফেলো।"

দূত চলে গেলে আমি আবু হানিফাকে বললাম,"আপনি কি আল্লাহকে ভয় পান না? রাসূল (সা.) বলেছেন, ফল চুরির জন্য হাত কাটা যাবে না এবং গাছের মজ্জা চুরির জন্যও হাত কাটা যাবে না।

আপনি দূতকে থামান, নাহলে ওই ব্যাক্তির হাত কাটা হবে।" তিনি বললেন,"এটা ছিল পূর্বের রায়। এখন আর তা প্রযোজ্য নয়।" (না'উজুবিল্লাহ)

আবু আওয়ানা (রহ.) বললেন,"সেই ব্যক্তির হাত কেটে ফেলা হয়েছিলো। এই ঘটনার পর থেকে আমার কাছে আবু হানিফার কোন বই নেই।"

(তারিখে বাগদাদ: ১৩/৩৯১ পৃষ্ঠা)

হাত না কাটার পক্ষে সহি হাদিসটি হল

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ ‏"‏

রাফি ইবনু খাদীজ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ

গাছের ফল ও গাছের মজ্জা (তাল, খেজুর, নারিকেল ইত্যাদি গাছের মাথার নরম ও কচি অংশ) চুরির দায়ে হাত কাটার বিধান নেই।

(তিরমিজি: ১৪৪৯)
 

Attachments

  • FB_IMG_1719863925580.webp
    FB_IMG_1719863925580.webp
    77.3 KB · Views: 134
@Farhad Molla
অথচ ঢালাওভাবে হানাফিরা এমন ফতোয়া দিয়ে বেড়ায়। আল্লা আমাদের সঠিক দ্বিন ও বুঝ দিন!
 
Back
Top