কারো কাজ ও সিদ্ধান্তের অতিরঞ্জিত প্রশংসা করতে গিয়ে বলা হয়, ‘আপনার কী আর ভুল হয়!’ এটি একটি বেমালুম ভুল ও ইসলামী আকীদাহ পরিপন্থি কথা। কারণ, নির্ভুলতার গুণ একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ কোনোই ভুল করেন না। আল্লাহ ছাড়া সকল সৃষ্টি ভুল করতে পারে। আর প্রত্যেক মানুষ ভুল করে। এমন কোনো মানুষ নেই যে কোনো ভুল করে না। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "প্রত্যেক আদম সন্তান এন্তার ভুলকারী। তবে উত্তম ভুলকারী হল তাওবাকারী"। [জামি তিরমিযী: ২৪৯৯; সুনানু ইবন মাজাহ: ৪২৫১; হাদীসটি গ্রহণযোগ্য]
তাই কারো ক্ষেত্রেই বলার সুযোগ নেই যে, ‘আপনার কী আর ভুল হয়’ বা ‘তুমি কী আর ভুল করো।’
--- বই: যেসব কথা বলতে মানা, লেখক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী