এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:
- বিষাক্ত দংশন-এর দুআ
- কোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দুআ
- বিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দুআ
- অসুস্থতার মাসনূন দুআ
- অসুস্থতা, ক্ষত ও ব্যথার দুআ
- নিজের ব্যাথার জন্য দুআ
- ব্যাথার জন্য দুআ
- ব্যাথার জন্য দুআ
- নিজের ও অন্যের রোগমুক্তির দুআ
- অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত
- অসুস্থ ব্যক্তির জন্য দুআ
- রোগীর জন্য দুআ
- মুমূর্ষ রোগীর দুআ
- মুমূর্ষ ব্যক্তিকে যে দুআ পড়তে উদ্বুদ্ধ করা উচিত
- দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে
- জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দুআ
- বিপদ-মুসিবতের মুখোমুখি হলে
- অসুস্থ ও মৃতব্যক্তির পাশে
- ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা
- শহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দুআ
- মৃত ব্যক্তির জন্য দুআ সমূহ
- মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দুআ
- বদনজর সম্পর্কিত দুআ সমূহ
- বদনজর থেকে হিফাযত
- অসুস্থতা ও বদনজরের মাসনূন দুআ
- নজর লাগার আশঙ্কা হলে
- নিজের কোন কিছু দেখে পছন্দ হলে
- যখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দুআ
- দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
অসুস্থতা ও বদনজরের মাসনূন দুআ
بِسْمِ اللَّهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اَللَّهُ يَشْفِيكْ، بِسْمِ اللَّهِ أَرْقِيْكَ
উচ্চারণঃ বিসমিল্লা-হি আর্ক্বীক, মিন কুল্লি শাইয়িন ইউ’যীক, মিন শার্রি কুল্লি নাফসিন আউ আ'ইনিন ‘হা-সিদিন, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আর্ক্বীক
অনুবাদঃ আল্লাহ্র নামে তোমাকে ঝাড়ফুঁক করছি, সকল কিছু থেকে যা তোমাকে কষ্ট দেয়, সকল প্রাণী ও হিংসুক চক্ষুর অনিষ্ট থেকে, আল্লাহ্ তোমাকে রোগমুক্ত করবেন, আল্লাহ্র নামে তোমাকে ঝাড়ফুক করছি।
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আগমন করেন (তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন)। জিবরাঈল (আঃ) বলেন, মুহাম্মাদ, আপনি কি অসুস্থ? তিনি বলেন: হ্যাঁ। তখন তিনি উপরের কথাগুলো বলেন।
রেফারেন্স: মুুসলিমঃ ২১৮৬