- Joined
- Feb 23, 2023
- Threads
- 347
- Comments
- 399
- Reactions
- 1,888
- Thread Author
- #1
পেট থেকে কিছুক্ষণ পরপর গ্যাস/বায়ু নির্গত হওয়া একটি স্বাস্থ্যগত সমস্যা বা রোগ। তাই এ অবস্থায় সালাত পরিত্যাগ করার সুযোগ নাই। বরং ওযু করে যথা নিয়মে সালাত আদায় করতে হবে।
রোগের কারণে সালাতরত অবস্থায়ও যদি কিছুক্ষণ পরপর গ্যাস/বায়ু বের হয় তাতে সালাত ভঙ্গ হবে না। সালাত আদায়ের পর পুনরায় তা কাযা করারও দরকার নাই- যদিও পরে গ্যাস নির্গমন বন্ধ হয় এবং পূনরায় সালাত পড়ার সুযোগ থাকে।
অনুরূপভাবে ওযু করার পর যদি গ্যাস নির্গত হয় তাহলে তাতে ওযু নষ্ট হবে না। তাই পুনরায় ওযু করারও দরকার নাই। এমনকি তায়াম্মুম করারও দরকার নাই। বরং উক্ত ওযু দ্বারাই সলাত আদায় করবে।
তবে এক ওযু দ্বারা একাধিক ওয়াক্তের সালাত আদায় করা যাবে না। বরং প্রতি ওয়াক্তে আলাদা আলাদা ওযু করতে হবে।
বি: দ্র: অব্যহতভাবে ফোটাফোটা পেশাব নির্গত হওয়া এবং মহিলাদের ইস্তিহাযা বা রক্তপ্রদর রোগের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। আল্লাহু আলাম
উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
রোগের কারণে সালাতরত অবস্থায়ও যদি কিছুক্ষণ পরপর গ্যাস/বায়ু বের হয় তাতে সালাত ভঙ্গ হবে না। সালাত আদায়ের পর পুনরায় তা কাযা করারও দরকার নাই- যদিও পরে গ্যাস নির্গমন বন্ধ হয় এবং পূনরায় সালাত পড়ার সুযোগ থাকে।
অনুরূপভাবে ওযু করার পর যদি গ্যাস নির্গত হয় তাহলে তাতে ওযু নষ্ট হবে না। তাই পুনরায় ওযু করারও দরকার নাই। এমনকি তায়াম্মুম করারও দরকার নাই। বরং উক্ত ওযু দ্বারাই সলাত আদায় করবে।
তবে এক ওযু দ্বারা একাধিক ওয়াক্তের সালাত আদায় করা যাবে না। বরং প্রতি ওয়াক্তে আলাদা আলাদা ওযু করতে হবে।
বি: দ্র: অব্যহতভাবে ফোটাফোটা পেশাব নির্গত হওয়া এবং মহিলাদের ইস্তিহাযা বা রক্তপ্রদর রোগের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। আল্লাহু আলাম
উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল