সালাফী আকিদা ও মানহাজে

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

SignUp Now!

সিয়াম অসুস্থতার কারণে মৃত ব্যক্তির উপর রমজানের দু'টি রোজা কাজা রয়েছে, এখন তার সন্তানদের করণীয় কি ?

Habib Bin TofajjalVerified member

If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
690
Comments
1,222
Solutions
17
Reactions
7,136
প্রশ্ন: আমার পিতা মারা গেছেন। অসুস্থতার কারণে গত বছর তিনি রমজানের দু'টি রোজা পালন করতে পারেননি। তিনি মারা গেছেন শাউয়ালে। আমাদেরকে বলেছেন, তিনি এ দু'দিনের পরিবর্তে খাদ্য দান করবেন। তার ব্যাপারে এখন আমাদের করণীয় কি ? আমরা কি তার পক্ষ থেকে রোজা রাখব ও খাদ্য দান করব, অথবা শুধু খাদ্য দান করলেই চলবে ? উলেখ্য যে আমাদের জানা নেই, তিনি খাদ্য দান কিংবা রোজা পালন করেছেন কি না। তিনি ডায়াবেটিস আক্রান্ত ছিলেন, তবুও রমজানের সিয়াম পালন করতেন।

উত্তর: আল-হামদুলিলাহ, তোমাদের পিতা যেহেতু রমজানের কাজার উপর সক্ষম ছিল, কিন্তু অলসতা করেছে, ফলে পরবর্তী রমজান চলে আসে, যার পর সে মারা যায়। অতঃপর উত্তম হচ্ছে, তোমাদের কেউ তার পক্ষ থেকে দু'দিনের কাজা করবে। রাসূলুলাহ সালালাহু আলাইহি ওয়াসালাম বলেছেন :
( مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ)متفق عليه
“মৃত ব্যক্তির উপর রমজানের কাজা থাকলে, তার অভিভাবক তার পক্ষ থেকে সিয়াম পালন করবে।” বুখারী ও মুসলিম।

আর যদি তোমরা তার পক্ষ থেকে দেশীয় এক ‘সা’ খাদ্য দান কর, যা তিন কেজি পরিমাণ, তবুও যথেষ্ট হবে। আর যদি সে রমজানের পূর্বেই মারা গিয়ে থাকে এবং অসুস্থতার কারণে কাজা আদায় করতে সক্ষম না হয় তবে তার উপর কিছুই ওয়াজিব হবে না। কারণ তার পক্ষ থেকে কোন সীমালঙ্ঘন পাওয়া যায়নি। আলাহ-ই ভাল জানেন।


সূত্র :
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء
শায়খ আব্দুল আযীয বিন বায
শায়খ আব্দুলাহ বিন গাদইয়ান
শায়খ সালেহ আল-ফাওযান
শায়খ আব্দুল আযীয আলে-শায়খ
শায়খ আবু বকর আবু জায়েদ
ফতোয়া লাজনায়ে দায়েমা : দ্বিতীয় ভলিউম : (৯/২৬১)​
 
প্রশ্ন: আমার পিতা মারা গেছেন। অসুস্থতার কারণে গত বছর তিনি রমজানের দু'টি রোজা পালন করতে পারেননি। তিনি মারা গেছেন শাউয়ালে। আমাদেরকে বলেছেন, তিনি এ দু'দিনের পরিবর্তে খাদ্য দান করবেন। তার ব্যাপারে এখন আমাদের করণীয় কি ? আমরা কি তার পক্ষ থেকে রোজা রাখব ও খাদ্য দান করব, অথবা শুধু খাদ্য দান করলেই চলবে ? উলেখ্য যে আমাদের জানা নেই, তিনি খাদ্য দান কিংবা রোজা পালন করেছেন কি না। তিনি ডায়াবেটিস আক্রান্ত ছিলেন, তবুও রমজানের সিয়াম পালন করতেন।

উত্তর: আল-হামদুলিলাহ, তোমাদের পিতা যেহেতু রমজানের কাজার উপর সক্ষম ছিল, কিন্তু অলসতা করেছে, ফলে পরবর্তী রমজান চলে আসে, যার পর সে মারা যায়। অতঃপর উত্তম হচ্ছে, তোমাদের কেউ তার পক্ষ থেকে দু'দিনের কাজা করবে। রাসূলুলাহ সালালাহু আলাইহি ওয়াসালাম বলেছেন :
( مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ)متفق عليه
“মৃত ব্যক্তির উপর রমজানের কাজা থাকলে, তার অভিভাবক তার পক্ষ থেকে সিয়াম পালন করবে।” বুখারী ও মুসলিম।

আর যদি তোমরা তার পক্ষ থেকে দেশীয় এক ‘সা’ খাদ্য দান কর, যা তিন কেজি পরিমাণ, তবুও যথেষ্ট হবে। আর যদি সে রমজানের পূর্বেই মারা গিয়ে থাকে এবং অসুস্থতার কারণে কাজা আদায় করতে সক্ষম না হয় তবে তার উপর কিছুই ওয়াজিব হবে না। কারণ তার পক্ষ থেকে কোন সীমালঙ্ঘন পাওয়া যায়নি। আলাহ-ই ভাল জানেন।


সূত্র :
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء
শায়খ আব্দুল আযীয বিন বায
শায়খ আব্দুলাহ বিন গাদইয়ান
শায়খ সালেহ আল-ফাওযান
শায়খ আব্দুল আযীয আলে-শায়খ
শায়খ আবু বকর আবু জায়েদ
ফতোয়া লাজনায়ে দায়েমা : দ্বিতীয় ভলিউম : (৯/২৬১)​
প্রিয় ভাইয়া, লাজনায়ে দায়েমা'র আরো অনুবাদকৃত ফতোয়া দিলে আমরা খুশি হবো বিশেষ করে আমি। কেননা সৌদি আলেমদের ফতোয়াতে আমার আস্থা বেশি। অসংখ্য ধন্যবাদ 💗💗
 
Similar threads Most view View more
Back
Top