নির্দিষ্ট করে ১৫ শা‘বান সিয়াম পালন করার কোন বিধান নেই।
১৫ই শা‘বান রাত্রে ইবাদত ও দিনে সিয়াম পালন করার ফযীলত সম্পর্কে যত বর্ণনা এসেছে, সবই যঈফ ও জাল (তিরমিযী, হা/৭৩৯; ইবনু মাজাহ, হা/১৩৮৯; মিশকাত, হা/১২৯৯; ইবনু মাজাহ, হা/১৩৮৮; সিলসিলা যঈফাহ, হা/২১৩২)।
বরং শা‘বান মাসের শুরু থেকে যতটা ইচ্ছা সিয়াম পালন করা যাবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিছুদিন বাদ দিয়ে প্রায় পুরো মাসই সিয়াম পালন করতেন (সহীহ বুখারী, হা/১৯৬৯; তিরমিযী, হা/৭৩৬; মিশকাত, হা/১৯৭৬)।
যারা ‘আইয়ামে বীয’-এ অভ্যস্ত, তারা শা‘বান মাসেও রাখবে। তবে সারা বছর সিয়াম না রেখে ফযীলতের আশায় শুধু শা‘বান মাসে ৩টি সিয়াম পালন করলে হবে না।
১৫ই শা‘বান রাত্রে ইবাদত ও দিনে সিয়াম পালন করার ফযীলত সম্পর্কে যত বর্ণনা এসেছে, সবই যঈফ ও জাল (তিরমিযী, হা/৭৩৯; ইবনু মাজাহ, হা/১৩৮৯; মিশকাত, হা/১২৯৯; ইবনু মাজাহ, হা/১৩৮৮; সিলসিলা যঈফাহ, হা/২১৩২)।
বরং শা‘বান মাসের শুরু থেকে যতটা ইচ্ছা সিয়াম পালন করা যাবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিছুদিন বাদ দিয়ে প্রায় পুরো মাসই সিয়াম পালন করতেন (সহীহ বুখারী, হা/১৯৬৯; তিরমিযী, হা/৭৩৬; মিশকাত, হা/১৯৭৬)।
যারা ‘আইয়ামে বীয’-এ অভ্যস্ত, তারা শা‘বান মাসেও রাখবে। তবে সারা বছর সিয়াম না রেখে ফযীলতের আশায় শুধু শা‘বান মাসে ৩টি সিয়াম পালন করলে হবে না।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: